আনিছুর লাডলা, লালমনিরহাট
লালমনিরহাটে তিস্তা নদীর বুকে জেগে ওঠা চরে কুমড়াসহ বিভিন্ন শাকসবজি আবাদ করে পাল্টে গেছে কৃষকের জীবনযাত্রা। অথচ কয়েক বছর আগেও চরাঞ্চলের মানুষ ছিল অভাবের মধ্যে। এখানকার উৎপাদিত সবজি অনেকটা কীটনাশকমুক্ত হওয়ায় ভোক্তাদের কাছে এর চাহিদা বেশি।
জেলার উল্লেখযোগ্য চরাঞ্চল ভোটমারীর জামিরবাড়ি, গোকুন্ডা, রাজুপর, খুনিয়াগাছ, ডাউয়াবাড়ি, সানিয়াজান, গড্ডিমারীসহ পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত শতাধিক চরাঞ্চলে মিষ্টি কুমড়া, লালশাক, মরিচ, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের শাক-সবজির ব্যাপক আবাদ হয়েছে। স্বল্প খরচে তিস্তায় জেগে ওঠা চরাঞ্চলে সেচ পাম্প বসিয়ে সেচ ব্যবস্থা করে এসব ফসল চাষাবাদ করছেন কৃষকেরা।
ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি চরের আমজাদ হোসেন বলেন, ‘সেচের সময় পানির অভাবে ফসল ফলাতে সমস্যা হচ্ছে অনেক। আমরা শ্যালোমেশিন ব্যবহার করে পানির অভাব পূরণ করে থাকি তবুও পরিপূর্ণভাবে পানির চাহিদা মেটাতে পারছি না। এই তিস্তা নদীর পানির ওপর নির্ভর করে থাকে আমাদের ফসল। তাই সরকার যদি তিস্তা নদীর পানির ব্যবস্থা করত তাহলে আমরা তিস্তা চরাঞ্চলের কৃষক অনেক বেশি উপকৃত হতাম।’
আদিতমারী উপজেলার চর বালাপাড়া এলাকার কৃষক হাসান আলী বলেন, ‘আমার যেটুকু জমি ছিল তা তিস্তার পেটে চলে গেছে। এ কারণে প্রতি বছর এই সময় নদীর বুকে জেগে ওঠা চরে জৈব সার ব্যবহার করে কুমড়া, আলু, বাদাম চাষ করি। ফলন ভালো হওয়ায় আমরা পরিবার নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারছি।’
কালীগঞ্জ উপজেলার চর বৈরাতি গ্রামের মমিনুল আনোয়ারা কৃষক দম্পতি বলেন, ‘সংসার চালাতে তীব্র রোদের মধ্যে এই বালু চরে পানি সেচ দিয়ে ভুট্টা, রসুন, পেঁয়াজ ও আলুর চাষাবাদ করছি।’ একই চরের আফজাল হোসেন বলেন, ‘একসময় বসতভিটা, জমি-জমা সবই ছিল। তিস্তা তা কেড়ে নিয়েছে। খরা মৌসুমে পানি কমে যাওয়ায় বসতভিটার জায়গা আবার জেগে উঠেছে। আর সেই বসত-ভিটায় এখন তামাক আবাদ করছি। তামাক বিক্রি করে সারা বছর সংসারের খরচ চালাব।’
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ বলেন, ‘এ বছর জেলায় পাঁচ হাজার ৮০০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। কম খরচে লাভবান হওয়ায় গত বছরের তুলনায় চলতি বছর তিস্তায় চরে শাক-সবজির আবাদ হয়েছে অনেক বেশি।
লালমনিরহাটে তিস্তা নদীর বুকে জেগে ওঠা চরে কুমড়াসহ বিভিন্ন শাকসবজি আবাদ করে পাল্টে গেছে কৃষকের জীবনযাত্রা। অথচ কয়েক বছর আগেও চরাঞ্চলের মানুষ ছিল অভাবের মধ্যে। এখানকার উৎপাদিত সবজি অনেকটা কীটনাশকমুক্ত হওয়ায় ভোক্তাদের কাছে এর চাহিদা বেশি।
জেলার উল্লেখযোগ্য চরাঞ্চল ভোটমারীর জামিরবাড়ি, গোকুন্ডা, রাজুপর, খুনিয়াগাছ, ডাউয়াবাড়ি, সানিয়াজান, গড্ডিমারীসহ পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত শতাধিক চরাঞ্চলে মিষ্টি কুমড়া, লালশাক, মরিচ, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের শাক-সবজির ব্যাপক আবাদ হয়েছে। স্বল্প খরচে তিস্তায় জেগে ওঠা চরাঞ্চলে সেচ পাম্প বসিয়ে সেচ ব্যবস্থা করে এসব ফসল চাষাবাদ করছেন কৃষকেরা।
ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি চরের আমজাদ হোসেন বলেন, ‘সেচের সময় পানির অভাবে ফসল ফলাতে সমস্যা হচ্ছে অনেক। আমরা শ্যালোমেশিন ব্যবহার করে পানির অভাব পূরণ করে থাকি তবুও পরিপূর্ণভাবে পানির চাহিদা মেটাতে পারছি না। এই তিস্তা নদীর পানির ওপর নির্ভর করে থাকে আমাদের ফসল। তাই সরকার যদি তিস্তা নদীর পানির ব্যবস্থা করত তাহলে আমরা তিস্তা চরাঞ্চলের কৃষক অনেক বেশি উপকৃত হতাম।’
আদিতমারী উপজেলার চর বালাপাড়া এলাকার কৃষক হাসান আলী বলেন, ‘আমার যেটুকু জমি ছিল তা তিস্তার পেটে চলে গেছে। এ কারণে প্রতি বছর এই সময় নদীর বুকে জেগে ওঠা চরে জৈব সার ব্যবহার করে কুমড়া, আলু, বাদাম চাষ করি। ফলন ভালো হওয়ায় আমরা পরিবার নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারছি।’
কালীগঞ্জ উপজেলার চর বৈরাতি গ্রামের মমিনুল আনোয়ারা কৃষক দম্পতি বলেন, ‘সংসার চালাতে তীব্র রোদের মধ্যে এই বালু চরে পানি সেচ দিয়ে ভুট্টা, রসুন, পেঁয়াজ ও আলুর চাষাবাদ করছি।’ একই চরের আফজাল হোসেন বলেন, ‘একসময় বসতভিটা, জমি-জমা সবই ছিল। তিস্তা তা কেড়ে নিয়েছে। খরা মৌসুমে পানি কমে যাওয়ায় বসতভিটার জায়গা আবার জেগে উঠেছে। আর সেই বসত-ভিটায় এখন তামাক আবাদ করছি। তামাক বিক্রি করে সারা বছর সংসারের খরচ চালাব।’
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ বলেন, ‘এ বছর জেলায় পাঁচ হাজার ৮০০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। কম খরচে লাভবান হওয়ায় গত বছরের তুলনায় চলতি বছর তিস্তায় চরে শাক-সবজির আবাদ হয়েছে অনেক বেশি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে