Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

আদিম (বাংলা সিনেমা)
অভিনয়: বাদশা, দুলাল, সোহাগী, সাদেক।
দেখা যাবে: চরকি।
গল্পসংক্ষেপ: টঙ্গীর একটি বস্তি আর রেলওয়ে স্টেশনের সংগ্রামী একদল মানুষকে নিয়ে সিনেমার গল্প। সংসার টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাওয়া সোহাগী, নিজের আধিপত্য বিস্তার করতে চাওয়া ল্যাংড়া—এমনি নানা চরিত্রের মিশেলে একেবারেই জীবনঘনিষ্ঠ একটি গল্প তুলে ধরেছেন নির্মাতা। 
 
⊲ শয়তান (হিন্দি সিনেমা)
অভিনয়: অজয় দেবগন, আর মাধবন, জ্যোতিকা, জানকি।
দেখা যাবে: নেটফ্লিক্স।
গল্পসংক্ষেপ: গুজরাটি সিনেমা ‘বশ’-এর হিন্দি রিমেক এটি। কবির ও তাঁর পরিবার—স্ত্রী জ্যোতিকা, মেয়ে জাহ্নবী এবং ছেলে ধ্রুব একটি ফার্ম হাউসে ছুটি কাটাতে যায়। সেখানে দেখা হয় একজন অপরিচিত লোকের সঙ্গে। এই মানুষটিই কালো জাদু করে ধীরে ধীরে বশ করে নেয় জাহ্নবীকে।
 
⊲ হিরামন্ডি (হিন্দি সিরিজ)
অভিনয়: সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি।
দেখা যাবে: নেটফ্লিক্স।
গল্পসংক্ষেপ: ‘হিরামান্ডি’ অবিভক্ত ভারতের লাহোরের একটি পতিতালয়ের গল্প। প্রেম, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা, আর রাজনীতির উত্তেজনায় পূর্ণ গল্পটি দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে নির্মাতা সঞ্জয়লীলা বানসালির। অবিভক্ত ভারতে যখন ব্রিটিশবিরোধী আন্দোলন তুঙ্গে, তখন এই পতিতাপল্লিতেও ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। দেশপ্রেমের আগুনের উত্তাপে পুরো এলাকাটাই যেন হয়ে ওঠে আস্ত এক ভারত।
 
⊲ দ্য আইডিয়া অব ইউ (ইংলিশ সিনেমা)
অভিনয়: অ্যান হ্যাথাওয়ে, নিকোলাস গ্যালিটজিন।
দেখা যাবে: প্রাইম ভিডিও।
গল্পসংক্ষেপ: সিলভার আর্ট গ্যালারির মালিক ৪০ বছর বয়সী সোলেন মার্চেন্ট একজন সিঙ্গেল মাদার। একমাত্র টিনএজ মেয়েকে নিয়ে ক্যালিফোর্নিয়ার কোচেলা মিউজিক ফেস্টিভ্যালে যায় সে। সেখানে পরিচয় হয় ব্যান্ডতারকা হায়েজের সঙ্গে। পরিচয় থেকেই সম্পর্ক গড়ায় প্রেমে। সোলেন বুঝতে পারে ২৪ বছর বয়সী হায়েজের সঙ্গে তাঁর বয়সের পার্থক্যটা অনেক। কিন্তু ওসবের ধার ধারে না হায়েজ।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত