পরিযায়ী শকুনটি আবার উড়ল

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ২২
Thumbnail image

খাগড়াছড়িতে পরিযায়ী হিমালয়ান গ্রিফন ভালচার প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে বন বিভাগ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদর বন বিভাগ রেঞ্জের আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হলে শকুনটি উড়ে যায়। খাগড়াছড়ি সদরের রেঞ্জ কর্মকর্তা বাবু রাম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর খাগড়াছড়ি সদরের ধর্মপুর ও চার মাইল এলাকা থেকে আহত অবস্থায় ২টি গ্রিফন ভালচার প্রজাতির শকুন উদ্ধার করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে ও চট্টগ্রামের বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের চিকিৎসকদের পরামর্শে শকুন দুটির চিকিৎসা চলে।

চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জানুয়ারি একটি শকুনের মৃত্যু হয়। আরেকটি সুস্থ অবস্থায় অবমুক্ত করা হয়েছে। হিমালয়ান শকুনটি অবমুক্ত করার সময় খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

হিমালয় প্রদেশের আশপাশের বনাঞ্চলে গ্রিফন ভালচার প্রজাতির শকুনের দেখা মিলে বলে জানায় বন বিভাগ। পরিযায়ী শ্রেণির এ প্রাণী শীতকাল শেষে আবার ফিরে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত