বিনোদন ডেস্ক
পরমব্রত চট্টোপাধ্যায় তো শুধু ভালো অভিনেতাই নন, অনেক ব্যবসাসফল সিনেমার পরিচালকও। ‘জিও কাকা’, ‘হাওয়া বদল’, ‘লড়াই’, ‘সোনার পাহাড়’, ‘বনি’ কিংবা ‘অভিযান’—তাঁর পরিচালিত সিনেমা মানেই আলাদা কিছু। ‘বৌদি ক্যানটিন’ও তেমন। যাঁরা ভাবছেন, এটা হয়তো কোনো রেস্তোরাঁ; তাঁদের ভুল ভাঙিয়ে দিই শুরুতেই। পরমব্রত পরিচালিত পরবর্তী সিনেমার নাম ‘বৌদি ক্যানটিন’। মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। ‘হাবজি গাবজি’র পর এ সিনেমায় আরও একবার জুটি হয়েছেন পরমব্রত ও শুভশ্রী।
কী বিষয় নিয়ে তৈরি হলো ‘বৌদি ক্যানটিন’, এমন প্রশ্নে পরমব্রত বলেন, ‘একজন নারীর ক্ষমতায়ন বলো বা মুক্তি, সেটা ঘটাতে গেলে তথাকথিতভাবে পুরুষদের জন্য নির্ধারিত কাজগুলো করলেই তাঁরা এমপাওয়ার্ড হয়ে উঠবেন। এ সিনেমায় আমি বলতে চেয়েছি প্রচলিতভাবে নারীদের জন্য নির্ধারিত যে ভূমিকা, সেটা যদি তাঁর প্যাশন হয়, সেটা নিয়েও তিনি পৃথিবী জয় করতে পারেন।’ ‘বৌদি ক্যানটিন’ সিনেমায় পরমব্রত একজন সাংবাদিক এবং শুভশ্রী গৃহবধূ। তিনি রান্না করতে ভালোবাসেন। রান্না দিয়েই জয় করে নেন মানুষের মন। তিনি যে রেস্তোরাঁ তৈরি উদ্যোগ নেন, সেটির নামই ‘বৌদি ক্যানটিন’।
‘বৌদি ক্যানটিন’ যেদিন মুক্তি পাচ্ছে, একই দিনে টালিউডে আসবে আরও দুই সিনেমা—প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। ফলে একটা টক্কর যে হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রতিযোগিতায় একদমই ভয় পাচ্ছেন না পরমব্রত। তাঁর ভাষায়, ‘দেব ও বুম্বাদা একসঙ্গে বড় স্কেলের ছবি নিয়ে আসছেন। আবীরও আছে। সেখানে আমার সিনেমাটি একেবারেই অভিনয়প্রধান, খুবই ছিমছাম, পারিবারিক গল্পের সিনেমা। সেদিক থেকে কারও সঙ্গে কারও টক্কর নেই। সবার কাজই দেখবেন দর্শক, এ আশাই করছি।’
পরমব্রত চট্টোপাধ্যায় তো শুধু ভালো অভিনেতাই নন, অনেক ব্যবসাসফল সিনেমার পরিচালকও। ‘জিও কাকা’, ‘হাওয়া বদল’, ‘লড়াই’, ‘সোনার পাহাড়’, ‘বনি’ কিংবা ‘অভিযান’—তাঁর পরিচালিত সিনেমা মানেই আলাদা কিছু। ‘বৌদি ক্যানটিন’ও তেমন। যাঁরা ভাবছেন, এটা হয়তো কোনো রেস্তোরাঁ; তাঁদের ভুল ভাঙিয়ে দিই শুরুতেই। পরমব্রত পরিচালিত পরবর্তী সিনেমার নাম ‘বৌদি ক্যানটিন’। মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। ‘হাবজি গাবজি’র পর এ সিনেমায় আরও একবার জুটি হয়েছেন পরমব্রত ও শুভশ্রী।
কী বিষয় নিয়ে তৈরি হলো ‘বৌদি ক্যানটিন’, এমন প্রশ্নে পরমব্রত বলেন, ‘একজন নারীর ক্ষমতায়ন বলো বা মুক্তি, সেটা ঘটাতে গেলে তথাকথিতভাবে পুরুষদের জন্য নির্ধারিত কাজগুলো করলেই তাঁরা এমপাওয়ার্ড হয়ে উঠবেন। এ সিনেমায় আমি বলতে চেয়েছি প্রচলিতভাবে নারীদের জন্য নির্ধারিত যে ভূমিকা, সেটা যদি তাঁর প্যাশন হয়, সেটা নিয়েও তিনি পৃথিবী জয় করতে পারেন।’ ‘বৌদি ক্যানটিন’ সিনেমায় পরমব্রত একজন সাংবাদিক এবং শুভশ্রী গৃহবধূ। তিনি রান্না করতে ভালোবাসেন। রান্না দিয়েই জয় করে নেন মানুষের মন। তিনি যে রেস্তোরাঁ তৈরি উদ্যোগ নেন, সেটির নামই ‘বৌদি ক্যানটিন’।
‘বৌদি ক্যানটিন’ যেদিন মুক্তি পাচ্ছে, একই দিনে টালিউডে আসবে আরও দুই সিনেমা—প্রসেনজিৎ ও দেব অভিনীত ‘কাছের মানুষ’ এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। ফলে একটা টক্কর যে হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রতিযোগিতায় একদমই ভয় পাচ্ছেন না পরমব্রত। তাঁর ভাষায়, ‘দেব ও বুম্বাদা একসঙ্গে বড় স্কেলের ছবি নিয়ে আসছেন। আবীরও আছে। সেখানে আমার সিনেমাটি একেবারেই অভিনয়প্রধান, খুবই ছিমছাম, পারিবারিক গল্পের সিনেমা। সেদিক থেকে কারও সঙ্গে কারও টক্কর নেই। সবার কাজই দেখবেন দর্শক, এ আশাই করছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে