Ajker Patrika

ভাইয়ের মনোনয়ন দাখিলে শিক্ষক!

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬: ১০
ভাইয়ের মনোনয়ন দাখিলে শিক্ষক!

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদের প্রার্থী চাচাতো ভাইয়ের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করতে গেলেন সরকারি স্কুলের এক প্রধান শিক্ষক। এ ছবি ভাইরাল হলে সর্বত্র সমালোচনার ঝড় বইছে।

১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন জাহেদ আহমদ। ১৪ অক্টোবর উপজেলা নির্বাচন কর্মকর্তার (দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার) কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার একটি ছবি জাহেদ আহমদ তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। ওই ছবিতে দেখা যায়, মনোনয়নপত্র দাখিলের সময় জাহেদ আহমদের সঙ্গে ছিলেন উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়েক মিয়া।

ফেসবুকে পোস্ট করার পর ছবিটি ভাইরাল হলে সর্বত্রই সমালোচনার সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক লায়েক মিয়ার বাড়ি উপজেলার সারসপুর গ্রামে। সদস্য প্রার্থী জাহেদ আহমদ তাঁর চাচাতো ভাই।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক লায়েক মিয়া বলেন, ‘ভুল হয়ে গেছে। একটা কাজে নির্বাচন অফিসে গিয়েছিলাম। তখন ছবি তোলা হয়েছে তা আমার খেয়াল ছিল না।’

বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্বে) আব্দুর রকীব ভূইয়া এ বিষয়ে বলেন, ‘নির্বাচন কর্মকর্তা ও ইউএনও ম্যাডাম আমার চেয়ে ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে সিলেট জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ বলেন, ‘শুধু শিক্ষক নন, সরকারি চাকরিজীবী কারও এ ধরনের কাজে অংশগ্রহণ করার বিধান নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত