Ajker Patrika

বিগ বস জিতলেন তেজস্বী প্রকাশ

বিনোদন ডেস্ক
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৯
বিগ বস জিতলেন তেজস্বী প্রকাশ

বিগ বস ১৫-এর ট্রফি জিতলেন তেজস্বী প্রকাশ। সঞ্চালক সালমান খানের এই শোর বিজয়ী কে হবেন তা নিয়ে কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ছিল তুমুল আলোচনা। চার মাস ধরে চলা ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো বিগ বস। নানা চড়াই-উতরাই পেরিয়ে তেজস্বীর হাতে উঠেছে বিজয়ের ট্রফি। ঘরের ভেতর সবার সঙ্গেই ঝামেলায় জড়িয়েছেন তিনি। একেক সময় তাঁর নানা মন্তব্য আর কার্যকলাপের কারণে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে। সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনারও জন্ম দিয়েছে তেজস্বীর আচরণ।

বিগ বস-এর ট্রফি ছাড়াও ৪০ লাখ টাকার পুরস্কার মূল্য জিতেছেন বিজয়ী তেজস্বী। প্রথম রানারআপ প্রতীক আর দ্বিতীয় রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো করণকে। অন্যদিকে, ফাইনালে ১০ লাখ রুপি নিয়ে বেরিয়ে গেলেন নিশান্ত। সালমান খানের বক্তব্য, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ জেতার মতো ভোট ছিল না তাঁর কাছে। ফলে বেরিয়ে গিয়ে ভালোই করেছেন তিনি। চতুর্থ স্থানে আছেন শমিতা শেঠি।

সালমান খানউপস্থিত ছিলেন তাঁরাও

গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বিগ বসের পাঁচ সাবেক বিজয়ী- গৌতম গুলাটি, উর্বশী ঢোলাকিয়া, গওহর খান, হিনা খান আর রুবিনা দিলায়েক। ১০ লাখ রুপি বাক্সবন্দী করে তাঁরাই ঘরে ঢোকেন। অফার দেন ট্রফি বা ১০ লাখের মধ্যে থেকে বেছে নিতে হবে একটা। সেটাই নিয়ে বেরিয়ে যান নিশান্ত। এরপর ‘গেহেরাইয়া’ সিনেমার চার তারকা দীপিকা, অনন্যা, সিদ্ধান্ত, ধৈর্য হাজির হয়েছেন ‘বিগ বস’-এর মঞ্চে।

 তেজস্বী প্রকাশসিদ্ধার্থ শুক্লাকে স্মরণ

গ্র্যান্ড ফিনালেতে এক অন্য রকম মুহূর্ত তৈরি করলেন শেহনাজ গিল। বিগ বস ১৩ আসরের বিজয়ী প্রয়াত সিদ্ধার্থ শুক্লাকে শ্রদ্ধা জানাতে মঞ্চে এসে তিনি কান্নায় ভেঙে পড়েন। সালমানের দিকে তাকিয়ে কাঁদতে থাকেন তিনি। সালমান তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও নিজের কান্না আটকে রাখতে পারেননি।

কে এই তেজস্বী?

তেজস্বীর জন্ম সৌদি আরবে হলেও বাবা-মা ভারতীয়। পড়াশোনা করেছেন মুম্বাইয়ে। ২০১৪ সাল থেকে টিভি মিডিয়ায় সক্রিয় তিনি। বর্তমানে তেজস্বীর বয়স ২৮ বছর। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন। তাই পরিবার স্থির করেছিল তাঁকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই আসে মডেলিংয়ের প্রস্তাব। বেশ কয়েকটা ব্র্যান্ডের মডেল হওয়ার পর ডাক আসে টিভি সিরিয়াল ‘সরঞ্জিনি’ থেকে। ১৮ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর।

তেজস্বী প্রকাশমুম্বাই ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেন তেজস্বী। তাঁর উল্লেখযোগ্য সিরিয়াল ‘রিশতে লিখেঙ্গে হাম নয়া’, ‘সিলসিলা বদলতা রিশতে কা’। এছাড়া ‘সান সারা’, ‘এ মেরে দিল’, ‘ফাকিরা’, ‘আর্টিস্ট’-এর মতো বেশ কয়েকটি মিউজিক ভিডিওরও মডেল হয়েছেন। এরপরই ডাক আসে বিগ বস থেকে। এই শোতে বিজয়ী হওয়ার আগেই পেয়েছেন আরও সুখবর। কালার্সের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ অভিনয় করবেন তেজস্বী। সেখানে মূল চরিত্রে অভিনয়ের ডাক পেয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত