Ajker Patrika

বাঘাইছড়িতে বিদ্যুৎ পাবে এক হাজার পরিবার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১৫: ৪৭
বাঘাইছড়িতে বিদ্যুৎ পাবে এক হাজার পরিবার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিদ্যুৎ সংযোগ পাচ্ছে প্রত্যন্ত সাত গ্রামের এক হাজার পরিবার। গতকাল শুক্রবার দুপুর ১২টায় এর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। উপজেলার মধ্যম বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক প্রাথমিক বিদ্যালয় মোড়ে ফলক উন্মোচন ও সুইচ টিপে সংযোগ উদ্বোধন করা হয়।

গতকাল উপজেলার মধ্যম বাঘাইছড়ি, তালুকদারপাড়া, জীবতলী, শিলোমুড়া, রাবার বাগান ও পৌরসভার আশপাশের সাত গ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর এক হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়। প্রকল্পটি তিন পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বাস্তবায়ন প্রকল্পের আওতায় রাঙামাটির বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করে। প্রধানমন্ত্রীর ‘পার্বত্য চট্টগ্রামের একটি পরিবারও অন্ধকারে থাকবে না’ প্রতিশ্রুতির অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে সুফল পেতে শুরু করেছে প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষ।

উদ্বোধন শেষে সাংসদ দীপংকর তালুকদার বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নবান্ধব। পাহাড়ের প্রতিটি গ্রামের একটি পরিবারও অন্ধকারে থাকবে না। সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

তাই প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে নতুন সংযোগ স্থাপন হচ্ছে। যেখানে খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে বিনা মূল্যে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করতেও উদ্যোগ নিয়েছে সরকার।’

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী-১ সাইফুর রহমান, বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা, বিদ্যুৎ বিতরণ বিভাগের ঠিকাদার দানবীর চাকমাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত