বিনোদন ডেস্ক
ফার ফার অ্যাওয়ে রাজ্যের রাজা লর্ড ফরকুয়াদের মেয়ে ফিওয়ানাকে বন্দী করে এক ড্রাগন। ক্ষিপ্ত হয়ে রাজ্যের সব রূপকথার প্রাণীদের বের করে দেয় রাজা। নির্বাসিত জীবন থেকে মুক্তি পেতে রাজকুমারী ফিওয়ানাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে শ্রেক নামের এক রাক্ষস। তার সঙ্গী হয় ডানকি নামের এক গাধা। এমন গল্পে ২০০১ সালে মুক্তি পেয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘শ্রেক’। উইলিয়াম স্টেইগের লেখা কল্পকাহিনি ‘শ্রেক’ অবলম্বনে অ্যানিমেশন সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেন এন্ড্রু অ্যাডামসন ও ভিকি জেনসন। বক্স অফিসে দারুণ সাফল্য পায় সিনেমাটি।
৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এরপর নির্মিত হয়েছে আরও তিনটি পর্ব। সর্বশেষ ২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘শ্রেক ফরএভার আফটার’। প্রধান তিন চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন মাইক মায়ার্স (শ্রেক), ক্যামেরন ডিয়াজ (ফিওনা) ও এডি মারফি (ডানকি)। এখনো দর্শকের মনের পর্দায় রয়ে গেছে সিনেমার চরিত্রগুলো।
২০১৮ সালে শ্রেক সিনেমার ডানকি চরিত্রটি নিয়ে ‘দ্য ডানকি কিং’ নামে সিনেমা মুক্তি পেলেও দেখা মিলছিল না শ্রেকের। কবে আসছে শ্রেকের নতুন সিক্যুয়েল? প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতেন কণ্ঠাভিনেতারা। অবশেষে ১৬ বছর পর আসছে শ্রেকের পঞ্চম কিস্তি। ২০২৬ সালের ১ জুলাই ‘শ্রেক: ৫’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল এবং ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন।
নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ওয়াল্ট ডোন। তিনি শ্রেকের দ্বিতীয় ও তৃতীয় পর্বের চিত্রনাট্যকার ছিলেন। চতুর্থ পর্বের গল্পটিও তাঁর। সহকারী পরিচালক হিসেবে থাকবেন ব্র্যাড অ্যাবেলসন। গত চার পর্বের মতো এবারও কণ্ঠাভিনয়ে থাকবেন মায়ার্স, ডিয়াজ ও মারফি।
ফার ফার অ্যাওয়ে রাজ্যের রাজা লর্ড ফরকুয়াদের মেয়ে ফিওয়ানাকে বন্দী করে এক ড্রাগন। ক্ষিপ্ত হয়ে রাজ্যের সব রূপকথার প্রাণীদের বের করে দেয় রাজা। নির্বাসিত জীবন থেকে মুক্তি পেতে রাজকুমারী ফিওয়ানাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে শ্রেক নামের এক রাক্ষস। তার সঙ্গী হয় ডানকি নামের এক গাধা। এমন গল্পে ২০০১ সালে মুক্তি পেয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘শ্রেক’। উইলিয়াম স্টেইগের লেখা কল্পকাহিনি ‘শ্রেক’ অবলম্বনে অ্যানিমেশন সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেন এন্ড্রু অ্যাডামসন ও ভিকি জেনসন। বক্স অফিসে দারুণ সাফল্য পায় সিনেমাটি।
৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এরপর নির্মিত হয়েছে আরও তিনটি পর্ব। সর্বশেষ ২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘শ্রেক ফরএভার আফটার’। প্রধান তিন চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন মাইক মায়ার্স (শ্রেক), ক্যামেরন ডিয়াজ (ফিওনা) ও এডি মারফি (ডানকি)। এখনো দর্শকের মনের পর্দায় রয়ে গেছে সিনেমার চরিত্রগুলো।
২০১৮ সালে শ্রেক সিনেমার ডানকি চরিত্রটি নিয়ে ‘দ্য ডানকি কিং’ নামে সিনেমা মুক্তি পেলেও দেখা মিলছিল না শ্রেকের। কবে আসছে শ্রেকের নতুন সিক্যুয়েল? প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতেন কণ্ঠাভিনেতারা। অবশেষে ১৬ বছর পর আসছে শ্রেকের পঞ্চম কিস্তি। ২০২৬ সালের ১ জুলাই ‘শ্রেক: ৫’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল এবং ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন।
নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ওয়াল্ট ডোন। তিনি শ্রেকের দ্বিতীয় ও তৃতীয় পর্বের চিত্রনাট্যকার ছিলেন। চতুর্থ পর্বের গল্পটিও তাঁর। সহকারী পরিচালক হিসেবে থাকবেন ব্র্যাড অ্যাবেলসন। গত চার পর্বের মতো এবারও কণ্ঠাভিনয়ে থাকবেন মায়ার্স, ডিয়াজ ও মারফি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪