নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকার বাইরে বিশ্বের ৬৩তম দেশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। জাতীয় দলের দুই নারী ক্রিকেটারের শরীরে এটির অস্তিত্ব পাওয়া গেছে। তাঁদের ওমিক্রনে আক্রান্তের বিষয়টি গতকাল শনিবার প্রথম জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
গতকাল রাজধানীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওমিক্রনের শিকার দুই নারী ক্রিকেটারের চিকিৎসায় যা যা দরকার সেগুলো ব্যবস্থা করা হয়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগবে। আমরা কন্টাক্ট ট্রেসিং করছি, সবাইকে পরীক্ষার আওতায় এনেছি। যারা সঙ্গে ছিল বা সংস্পর্শে এসেছে, তাদেরও পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।’ তিনি বলেন, ওমিক্রন ঠেকাতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে। আফ্রিকার বাইরে
এখন পর্যন্ত ৬২টি দেশে ওমিক্রন পাওয়া গেছে। এটি খুবই দ্রুত ছড়ায় কিন্তু উপসর্গ মৃদু। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিসিবি সূত্রে জানা গেছে, আক্রান্ত দুজনের মধ্যে একজনের বয়স ২১ বছর, অন্যজনের ৩০ বছর। দেশে ফেরার পর পাঁচ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয় পুরো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। দুজনই হোটেলে একই কক্ষে ছিলেন। এরপর পুরো দলকে সাত দিনের আইসোলেশনে পাঠানো হয়। আগামী পরশু ‘বন্দিদশা’ থেকে মুক্ত হওয়ার কথা ছিল তাদের।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘যেহেতু ওরা ওখান (আফ্রিকা অঞ্চল) থেকে এসেছে, সেহেতু ওমিক্রন হওয়ার আশঙ্কা বেশি। ইতিবাচক ব্যাপার হচ্ছে, সবাই একসঙ্গে থাকলেও আক্রান্ত হয়েছে দুজন। যাদের হয়েছে তাদের কোনো লক্ষণ নেই। ব্যক্তিগতভাবে আমি ওদের সঙ্গে কথা বলেছি। জ্বর কিংবা শরীরে ব্যথা, কিছুই নেই। এখনো ওরা বুঝতেই পারছে না যে ওদের করোনা হয়েছে। সেদিক দিয়ে এটা একটা ইতিবাচক খবর।’
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েরা অনেক দিন হলো কোয়ারেন্টিনে আছে। ওদের মনোবল একটু কমেছে। ওরা এখন বের হতে চায়।’
এদিকে প্রচলিত টিকার দুই ডোজ ওমিক্রন প্রতিরোধে যথেষ্ট নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তবে বুস্টার ডোজ ৭৫ শতাংশের কাছাকাছি সুরক্ষা দিতে পারে বলে দেশটির বিজ্ঞানীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে যে টিকা দেওয়া হচ্ছে তা ওমিক্রন প্রতিরোধে সক্ষম। এ জন্য দেশের সবাইকে টিকার নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বয়স্কদের মৃত্যু কমাতে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিন একজনের মৃত্যুর খবর দিলেও গতকাল তা পাঁচজনে দাঁড়িয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ২২ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছে এই ভাইরাসে। এ দিন নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। যাদের ১৪৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকার বাইরে বিশ্বের ৬৩তম দেশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। জাতীয় দলের দুই নারী ক্রিকেটারের শরীরে এটির অস্তিত্ব পাওয়া গেছে। তাঁদের ওমিক্রনে আক্রান্তের বিষয়টি গতকাল শনিবার প্রথম জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
গতকাল রাজধানীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওমিক্রনের শিকার দুই নারী ক্রিকেটারের চিকিৎসায় যা যা দরকার সেগুলো ব্যবস্থা করা হয়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগবে। আমরা কন্টাক্ট ট্রেসিং করছি, সবাইকে পরীক্ষার আওতায় এনেছি। যারা সঙ্গে ছিল বা সংস্পর্শে এসেছে, তাদেরও পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।’ তিনি বলেন, ওমিক্রন ঠেকাতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে। আফ্রিকার বাইরে
এখন পর্যন্ত ৬২টি দেশে ওমিক্রন পাওয়া গেছে। এটি খুবই দ্রুত ছড়ায় কিন্তু উপসর্গ মৃদু। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিসিবি সূত্রে জানা গেছে, আক্রান্ত দুজনের মধ্যে একজনের বয়স ২১ বছর, অন্যজনের ৩০ বছর। দেশে ফেরার পর পাঁচ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয় পুরো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। দুজনই হোটেলে একই কক্ষে ছিলেন। এরপর পুরো দলকে সাত দিনের আইসোলেশনে পাঠানো হয়। আগামী পরশু ‘বন্দিদশা’ থেকে মুক্ত হওয়ার কথা ছিল তাদের।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘যেহেতু ওরা ওখান (আফ্রিকা অঞ্চল) থেকে এসেছে, সেহেতু ওমিক্রন হওয়ার আশঙ্কা বেশি। ইতিবাচক ব্যাপার হচ্ছে, সবাই একসঙ্গে থাকলেও আক্রান্ত হয়েছে দুজন। যাদের হয়েছে তাদের কোনো লক্ষণ নেই। ব্যক্তিগতভাবে আমি ওদের সঙ্গে কথা বলেছি। জ্বর কিংবা শরীরে ব্যথা, কিছুই নেই। এখনো ওরা বুঝতেই পারছে না যে ওদের করোনা হয়েছে। সেদিক দিয়ে এটা একটা ইতিবাচক খবর।’
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ব্যবস্থাপক তৌহিদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েরা অনেক দিন হলো কোয়ারেন্টিনে আছে। ওদের মনোবল একটু কমেছে। ওরা এখন বের হতে চায়।’
এদিকে প্রচলিত টিকার দুই ডোজ ওমিক্রন প্রতিরোধে যথেষ্ট নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তবে বুস্টার ডোজ ৭৫ শতাংশের কাছাকাছি সুরক্ষা দিতে পারে বলে দেশটির বিজ্ঞানীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে যে টিকা দেওয়া হচ্ছে তা ওমিক্রন প্রতিরোধে সক্ষম। এ জন্য দেশের সবাইকে টিকার নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বয়স্কদের মৃত্যু কমাতে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিন একজনের মৃত্যুর খবর দিলেও গতকাল তা পাঁচজনে দাঁড়িয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ২২ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছে এই ভাইরাসে। এ দিন নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। যাদের ১৪৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪