প্রতিবাদের পর রাস্তা পেল ভালো মানের ইট–খোয়া

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০৬: ৪০
আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১২: ০৯

সাতক্ষীরা বিসিক শিল্পনগরীতে রাস্তাসহ অন্যান্য স্থাপনা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট, বালু ও খোয়া দিয়ে যেনতেনভাবে রাস্তা নির্মাণে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিক কারখানার মালিক ও ব্যবসায়ীরা।

তাঁদের অভিযোগ, জলাবদ্ধ বিসিকের প্রধান রাস্তাটি যে পরিমাণ উঁচু করার কথা ছিল ঠিকাদারের, তার অর্ধেকও করা হয়নি। তবে কাজের মান ভালো না হলে কাজ বন্ধ করার কথা জানিয়েছেন বিসিক কর্মকর্তারা।

বিসিক, সাতক্ষীরা সূত্রে জানা যায়, ৭ হাজার ৩১২ মিটার রাস্তা নির্মাণে খরচ হচ্ছে ২ কোটি ৬৩ লাখ টাকা। এ ছাড়া ২ হাজার ৫৮৩ মিটার নালা নির্মাণে ২ কোটি ৮৮ লাখ, ওয়াটার ট্যাংক নির্মাণে ১৫ লাখ ৮২ হাজার, পাম্প নির্মাণে ১০ লাখ, বাউন্ডারি ওয়াল নির্মাণে ২৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মফিজুর রহমান জানান, রাস্তায় নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। ভারী বর্ষণে জলাবদ্ধ হওয়া বিসিকের রাস্তা যে পরিমাণ উঁচু হওয়ার কথা, তার অর্ধেকও উঁচু করা হচ্ছে না। এ ছাড়া নালা নির্মাণেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এসব স্থাপনা কয়েক বছরের মধ্যে ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর কারখানা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম রনি জানান, রাস্তা ও নালা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমরা প্রতিবাদ করার পর ঠিকাদার পরবর্তী সময়ে ভালো মানের ইট, খোয়া ও বালু ব্যবহার করছেন। বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক গোলাম সাকলাইন বলেন, ‘কাজ সম্পর্কে আমি কিছু জানি না। তবে রাস্তার কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহৃত হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার ভালো মানের ইট, খোয়া দিয়ে আবার কাজ শুরু করেছেন।’

কাজের অনিয়মের বিষয়ে ঠিকাদার আরাফাত রহমান বলেন, রড ও সিমেন্টের দাম ব্যাপক বেড়ে গেলেও ক্ষতি স্বীকার করে কাজের মান ভালো করার চেষ্টা করছি।’

ডেপুটি ম্যানেজার ও প্রকল্প পরিচালক মিজানুর রহমান জানান, সমুদয় কাজ ২০২১ ডিসেম্বর শুরু হয়ে ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা। তবে ঠিকাদারের গাফিলতিতে ও করোনা পরিস্থিতির কারণে কাজে বিলম্ব হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত