নীলফামারী প্রতিনিধি
এক দিনের ব্যবধানে নীলফামারীতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
গতকাল শুক্রবার সকালে জেলা শহরের কিচেন মার্কেট ঘুরে জানা গেছে, ১৮০ টাকা কেজি দরে দেশি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার ওই মরিচ পাইকারি বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। এতে কেজিতে ৩০ টাকা বেশি লাভ করছেন খুচরা ব্যবসায়ীরা।
কিচেন মার্কেটের খুচরা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন আগে বৃষ্টির কারণে মরিচের গাছ মরে যাওয়ায় আমদানি কমেছে। ১৮০ টাকা কেজি বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো সদরের টুপামারী ইউনিয়নের শীতার পাঠ গ্রামের। সকালে গাছ থেকে ছিঁড়ে ১০টার মধ্যে বাজারে দিয়ে যায়। তাজা হিসেবে মানুষ কিনছেও প্রচুর। তাই দাম একটু বেশি। আর অন্য মরিচ বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়।
কিচেন মার্কেটের পাইকারি ব্যবসায়ী শেখ কামাল আহমেদ জানান, প্রকার ভেদে বাজারে কাঁচা মরিচের দাম ওঠানামা করছে। আমদানি করা মরিচের পাইকারি প্রতি কেজি ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ওই মরিচেই খুচরা বাজারে আবার বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। বাসি মরিচ কেজিতে ২৫০ গ্রাম কমে যায়। এ ছাড়া প্রচণ্ড গরমে বস্তায় পচে যায় মরিচ। তাই লোকসান ঠেকাতে বেশি দামে বিক্রি করতে হয়। আবার (স্থানীয়) দেশি মরিচ ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কিচেন মার্কেটে মরিচ কিনতে আসা ভ্যানচালক মহির আলী বলেন, ‘সাত দিন আগে ৯০ টাকা কেজি দরে মরিচ কিনেছিলাম। সাত দিনের ব্যবধানে আজকে ১৮০ টাকা কেজি ধরে কিনতে হলো। ভ্যান চালিয়ে যে রোজগার হয় তা দিয়ে উচ্চমূল্যের বাজারে নাভিশ্বাস উঠে যাচ্ছে।’
জেলা শহরের নিউ বাবুপাড়ার কৃষি শ্রমিক মজিদুল ইসলাম বলেন, ‘এক দিনের ব্যবধানে মরিচের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। এতে আমাদের মতো মানুষের বিপাকে পড়তে হচ্ছে।’
কিচেন মার্কেটের কাঁচামাল আরতদার আব্দুল হাকিম বলেন, ‘মোকামে আমদানি কম হওয়ায় মরিচ পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে তা বস্তায় গরমে পচে যাচ্ছে।’
জেলা হাট-বাজার তদারকি কর্মকর্তা এটি এম এরশাদ আলম খান বলেন, ‘বাজারে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে, এ জন্য আমরা নিয়মিত বাজার তদারকি করছি।’
এক দিনের ব্যবধানে নীলফামারীতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
গতকাল শুক্রবার সকালে জেলা শহরের কিচেন মার্কেট ঘুরে জানা গেছে, ১৮০ টাকা কেজি দরে দেশি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার ওই মরিচ পাইকারি বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। এতে কেজিতে ৩০ টাকা বেশি লাভ করছেন খুচরা ব্যবসায়ীরা।
কিচেন মার্কেটের খুচরা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন আগে বৃষ্টির কারণে মরিচের গাছ মরে যাওয়ায় আমদানি কমেছে। ১৮০ টাকা কেজি বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো সদরের টুপামারী ইউনিয়নের শীতার পাঠ গ্রামের। সকালে গাছ থেকে ছিঁড়ে ১০টার মধ্যে বাজারে দিয়ে যায়। তাজা হিসেবে মানুষ কিনছেও প্রচুর। তাই দাম একটু বেশি। আর অন্য মরিচ বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়।
কিচেন মার্কেটের পাইকারি ব্যবসায়ী শেখ কামাল আহমেদ জানান, প্রকার ভেদে বাজারে কাঁচা মরিচের দাম ওঠানামা করছে। আমদানি করা মরিচের পাইকারি প্রতি কেজি ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ওই মরিচেই খুচরা বাজারে আবার বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। বাসি মরিচ কেজিতে ২৫০ গ্রাম কমে যায়। এ ছাড়া প্রচণ্ড গরমে বস্তায় পচে যায় মরিচ। তাই লোকসান ঠেকাতে বেশি দামে বিক্রি করতে হয়। আবার (স্থানীয়) দেশি মরিচ ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কিচেন মার্কেটে মরিচ কিনতে আসা ভ্যানচালক মহির আলী বলেন, ‘সাত দিন আগে ৯০ টাকা কেজি দরে মরিচ কিনেছিলাম। সাত দিনের ব্যবধানে আজকে ১৮০ টাকা কেজি ধরে কিনতে হলো। ভ্যান চালিয়ে যে রোজগার হয় তা দিয়ে উচ্চমূল্যের বাজারে নাভিশ্বাস উঠে যাচ্ছে।’
জেলা শহরের নিউ বাবুপাড়ার কৃষি শ্রমিক মজিদুল ইসলাম বলেন, ‘এক দিনের ব্যবধানে মরিচের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। এতে আমাদের মতো মানুষের বিপাকে পড়তে হচ্ছে।’
কিচেন মার্কেটের কাঁচামাল আরতদার আব্দুল হাকিম বলেন, ‘মোকামে আমদানি কম হওয়ায় মরিচ পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে তা বস্তায় গরমে পচে যাচ্ছে।’
জেলা হাট-বাজার তদারকি কর্মকর্তা এটি এম এরশাদ আলম খান বলেন, ‘বাজারে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে, এ জন্য আমরা নিয়মিত বাজার তদারকি করছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে