ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় নুসরাত

বিনোদর ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৫১
Thumbnail image

টলিউডের অলিগলিতে বহু দিন ধরে চলেছে এক কিস্সা। প্রেম থেকে বিয়ে, বিচ্ছেদ থেকে সন্তান—নুসরাতের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা ছিল সর্বত্র। যদিও এসব বিতর্কের চোখরাঙানিকে উপেক্ষা করে নিজের মতো করেই এগিয়ে গেছেন নুসরাত জাহান। মা হয়ে কাজে ফিরে অবাক করেছেন সবাইকে। সন্তান-সংসার-ক্যারিয়ার সামলে এখন বেশ আছেন এই অভিনেত্রী।

‘সাগরদ্বীপে যক্ষের ধন’খ্যাত পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’। এই ছবিতে অভিনয় করেছেন নুসরাত জাহান। এই প্রথম সায়ন্তন ঘোষালের ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা আগামী জানুয়ারি মাসে। অনেকেই বলছেন, বেশ আলোচিত হবে ছবিটি। নুসরাতের ক্যারিয়ারের বাঁক ঘুরিয়ে দেবে এটি। নুসরাতও আছেন সেই অপেক্ষায়।

নুসরাত জাহানদেবারতি মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ‘নরক সংকেত’ অবলম্বনে তৈরি হয়েছে ‘স্বস্তিক সংকেত’। ছবিতে নুসরাতের বিপরীতে রয়েছেন গৌরব চক্রবর্তী। এবারই প্রথম পর্দায় জুটি বাঁধলেন গৌরব-নুসরাত। নুসরাত অভিনয় করবেন রুদ্রাণী চরিত্রে আর গৌরব প্রিয়াম চরিত্রে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর বর্তমান সময়ের প্রেক্ষাপটের মিশেলে তৈরি হচ্ছে এই থ্রিলার ছবির গল্প। নেতাজি-হিটলারের সাক্ষাৎ, নাৎসি উত্থান, ইউরোপের অভিবাসীদের সমস্যার কাহিনি যেমন থাকবে, তেমনি এই ছবিতে ধরা পড়বে বায়োলজিক্যাল-ওয়ারফেয়ারের বিষয়টিও। বর্তমানের কথা মাথায় রেখে ভাইরাস ও তার অ্যান্টিডট ফরমুলা আবিষ্কারের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ছবির চিত্রনাট্যে।

নুসরাত জাহানদ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। সুভাষ চ্যাটার্জি ও তাঁর বাবা—দুটি চরিত্রেই অভিনয় করেছেন রুদ্রনীল। তাঁর বয়স্ক লুক তৈরি করা হয়েছে প্রস্থেটিক মেকআপ দিয়ে। নেতাজির ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়ের লুকও তৈরি করা হয়েছে বিশেষভাবে। মেকআপের দায়িত্বে ছিলেন সোমনাথ কুণ্ড।

নুসরাত বলেন, ‘ছবিতে আমি একজন আইটি কর্মকর্তা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখনকার সময়ের দারুণ এক মিশেল গল্প। নেতাজির জীবনের এক অনালোচিত পর্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নেতাজির আজাদ হিন্দ বাহিনী বা অন্তর্ধান রহস্য নিয়ে যত আলোচনা হয়, তাঁর জার্মানি যাওয়া, হিটলারের সঙ্গে সাক্ষাৎপর্ব নিয়ে ততটা হয় না। ছবিতে সেই অধ্যায়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত