শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বই উপহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ১৮
Thumbnail image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আওয়ামী লীগের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জের পাইকপাড়ার মিউচুয়াল ক্লাবে।’ গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে বই (শেখ মুজিব আমার পিতা-শেখ হাসিনা) উপহার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘এটা সত্য যে মিটিং হওয়ার কথা ছিল বায়তুল আমানে। কিন্তু ওই দিন ১৪৪ ধারা জারি করায় সেখানে মিটিং হয়নি। মিটিং না হওয়াতে বঙ্গবন্ধু চলে যাচ্ছিলেন। পরে পাইকপাড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুকে নিয়ে মিউচুয়াল ক্লাবে যান। দেওভোগ, বাবুরাইল, শীতলক্ষ্যা, মাসদাইর, সৈয়দপুরের নেতারা মিলে বঙ্গবন্ধুকে নিয়ে মিটিং করেন। ওই মিউচুয়াল ক্লাবেই কমিটি গঠন করা হয়। এর তিন দিন পর ঢাকার রোজ গার্ডেন এলাকার একটি বাড়িতে কমিটির আত্মপ্রকাশ ঘটে। বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতে এই কথা উল্লেখ করেছেন। তিনি হয়তো মিউচুয়াল ক্লাবের নামটি ভুলে গিয়েছিলেন তবে পাইকপাড়া ক্লাবের কথা উল্লেখ করেছেন। ওনার আত্মজীবনীতে এগুলো লেখা আছে।’

আইভী আরও বলেন, ‘১৯৬৬ সালে নারায়ণগঞ্জে যে বিশাল জনসভা হয়েছিল সেই কথা এই বইয়ে উল্লেখ আছে। জনসভা থেকে সোনার মেডেল উপহার দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুকে এবং ৬ দফা আন্দোলনের বিষয়ে প্রথম মিটিং এই নারায়ণগঞ্জেই হয়েছিল।’

হলি উইলস স্কুলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক জাকিয়া আলী ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ, দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়ের প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত