ত্রিশাল প্রতিনিধি
নির্বাচনে পরাজিত হয়ে গত ২৮ নভেম্বর রাতে রাস্তার মাটি কেটে বেড়া দিয়েছিলেন এক ইউপি সদস্য প্রার্থী। পাঁচ শতাধিক লোকের চলাচলের রাস্তাটি নিয়ে সপ্তাহ পেরোলেও মীমাংসা না হওয়ায় নজরে আসে প্রশাসনের। গত রোববার সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে সেটি খুলেও দেওয়া হয়। ভবিষ্যতে এমন করা হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
তবে পরদিন গতকাল সোমবার সকালেই কাটা হয়েছে ওই রাস্তা। মাটি কেটে ফেলা হয়েছে পুকুরের পানিতে। ত্রিশালের কোনাবাড়ী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের গজারিয়ার চর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও তার পরিবারের লোকজন এই কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি সদস্য প্রার্থী আব্দুল মান্নান ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন। তবে তাঁর প্রতিবেশী কয়েকজন বিপক্ষে অবস্থান নেন। ভোটগ্রহণের আগের রাতে ওই প্রার্থীর প্রচারের সামগ্রীও ভুক্তভোগীদের বাড়িতে পৌঁছাতে তারা বাঁধা দেন। এর জেরেই এই পাঁচ শতাধিক লোকের এই ভোগান্তি।
তাঁরা এখন জরুরি প্রয়োজনে অন্যের বাড়ির ভেতর দিয়ে বিকল্প ভাবে চলাচল করছেন। এতে ভুক্তভোগীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী বয়োজ্যেষ্ঠ আব্দুর রশিদ বলেন, রাস্তাটি বন্ধ থাকায় আমরা খুব কষ্টে আছি। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। বয়স্ক মুরব্বিরা মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না।
স্থানীয় বাসিন্দা মো. শামসুল হক বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত আক্রোশ থাকতেই পারে। তাই বলে শত শত লোকের চলাচলের রাস্তা কেটে ও বেড়া দিয়ে চলাচলে বাধা দেবে, এটা কেমন কথা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে ইউএনওর নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। এ সময় উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিতে রাস্তা থেকে বেড়া অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, আমরা রাস্তার বেড়া অপসারণে পদক্ষেপ নিয়েছি। আবারও রাস্তার মাটি কেটে পুকুরে ফেলার বিষয়টিও অবগত হয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নির্বাচনে পরাজিত হয়ে গত ২৮ নভেম্বর রাতে রাস্তার মাটি কেটে বেড়া দিয়েছিলেন এক ইউপি সদস্য প্রার্থী। পাঁচ শতাধিক লোকের চলাচলের রাস্তাটি নিয়ে সপ্তাহ পেরোলেও মীমাংসা না হওয়ায় নজরে আসে প্রশাসনের। গত রোববার সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে সেটি খুলেও দেওয়া হয়। ভবিষ্যতে এমন করা হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
তবে পরদিন গতকাল সোমবার সকালেই কাটা হয়েছে ওই রাস্তা। মাটি কেটে ফেলা হয়েছে পুকুরের পানিতে। ত্রিশালের কোনাবাড়ী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের গজারিয়ার চর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও তার পরিবারের লোকজন এই কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি সদস্য প্রার্থী আব্দুল মান্নান ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন। তবে তাঁর প্রতিবেশী কয়েকজন বিপক্ষে অবস্থান নেন। ভোটগ্রহণের আগের রাতে ওই প্রার্থীর প্রচারের সামগ্রীও ভুক্তভোগীদের বাড়িতে পৌঁছাতে তারা বাঁধা দেন। এর জেরেই এই পাঁচ শতাধিক লোকের এই ভোগান্তি।
তাঁরা এখন জরুরি প্রয়োজনে অন্যের বাড়ির ভেতর দিয়ে বিকল্প ভাবে চলাচল করছেন। এতে ভুক্তভোগীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী বয়োজ্যেষ্ঠ আব্দুর রশিদ বলেন, রাস্তাটি বন্ধ থাকায় আমরা খুব কষ্টে আছি। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। বয়স্ক মুরব্বিরা মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না।
স্থানীয় বাসিন্দা মো. শামসুল হক বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত আক্রোশ থাকতেই পারে। তাই বলে শত শত লোকের চলাচলের রাস্তা কেটে ও বেড়া দিয়ে চলাচলে বাধা দেবে, এটা কেমন কথা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে ইউএনওর নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। এ সময় উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিতে রাস্তা থেকে বেড়া অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, আমরা রাস্তার বেড়া অপসারণে পদক্ষেপ নিয়েছি। আবারও রাস্তার মাটি কেটে পুকুরে ফেলার বিষয়টিও অবগত হয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে