Ajker Patrika

আগৈলঝাড়ায় ৪ আসামির জামিন বাতিল

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ১৯
আগৈলঝাড়ায় ৪ আসামির জামিন বাতিল

আগৈলঝাড়ায় মারামারির ঘটনায় একজনের মৃত্যু হওয়ায় ওই মারামারির মামলার চার আসামির জামিন বাতিল করেছেন আদালতের বিচারক।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের অমূল্য মণ্ডল এর সঙ্গে সকজ মন্ডলের জায়গার বিরোধ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর রাতে সালিস বৈঠকে মারামারির ঘটনা ঘটে। এতে অমূল্য মন্ডলসহ ৬ জন আহত হয়েছিলেন। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর সাতজনকে আসামি করে থানায় মামলা হয়।

গতকাল ওই মারামারির মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। হঠাৎ করে শনিবার রাতেই মারামারির ঘটনায় আহত অমূল্য মণ্ডল বাড়িতে মারা যান।

মামলার প্রধান আসামি সকজ মণ্ডল বাদে অন্য আসামি বিকাশ মণ্ডল, কালু মণ্ডল, জয়ন্ত মণ্ডল ও অমিত মণ্ডল গতকাল বরিশাল আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত