Ajker Patrika

কেশবপুরে ৪০ দিনে করোনা শনাক্ত শূন্য

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৪: ২০
কেশবপুরে ৪০ দিনে করোনা শনাক্ত শূন্য

যশোরের কেশবপুরে গত ৪০ দিনে ১১১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। করোনা শনাক্ত না হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গত ২০ সেপ্টেম্বর সর্বশেষ এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করেছে। সরকারি নির্দেশনা মেনে চলায় করোনা পরিস্থিতি উন্নতির দিকে এমনটি জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ গৌতম কুমার দাস জানান, কেশবপুরে দ্বিতীয় ধাপে এ পর্যন্ত ৬৭৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

যার মধ্যে ৬৫০ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন এবং ২৫ জন মারা গেছেন। বর্তমানে কেউ চিকিৎসাধীন নেই। চিকিৎসা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫৭ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা সকলেই সুস্থ হয়ে রোগীর সেবা করে চলেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, ‘সর্বশেষ ২০ সেপ্টেম্বর এ উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়। গত ৪০ দিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ১১১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাঁদের সব রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে কেশবপুরে কোনো করোনা রোগী নেই। প্রায় করোনাশূন্য হয়ে পড়ছে বলে আমরা দাবি করতে পারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করায় ও জনগণ সচেতন হওয়ায় কেশবপুরে করোনা পরিস্থিতি উন্নতির দিকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত