মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলায় গরু চুরি করতে গিয়ে গরুর মালিককে ছুরিকাঘাত ও ট্রাক চাপা দিয়ে হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ওই চোরচক্রের কাছ থেকে নিহতের গরুসহ বিভিন্ন সময়ে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়েছে।
গত সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার করা আসামিরা হলেন চোরচক্রটির প্রধান সমন্বয়কারী ফরিদপুরের শালতা উপজেলার কামদিয়া গ্রামের মো. মাসুদ (৩০), একই জেলার সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামের বিল্লাল শিকদার (৩০), বড় কান্দিয়া গ্রামের হাবিল (২৪), মধুখালি থানার চানপুর গ্রামের মনিরুল বিশ্বাস ও মাগুরা সদর থানার আজমপুর গ্রামের মো. কাজল (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা তাঁদের অপরাধ শিকার করেছেন বলে জানান এএসপি কামরুল হাসান। তাঁদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
এ চক্রটি ফরিদপুর, মাগুরা, গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইলসহ আশপাশের বিভিন্ন জেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলন শেষে গরুর মালিকদের তাঁদের নিজ নিজ গরু বুঝিয়ে দেওয়া হয়। হত্যাকাণ্ডের শিকার সাদ্দামের স্ত্রী মিতু খাতুন চুরি যাওয়া গরুটি ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি এ ঘটনায় গ্রেপ্তার করা আসামিদেরসহ জড়িত সবার ফাঁসি দাবি করেন।
২০২১ সালের ৭ নভেম্বর ভোররাতে শালিখা উপজেলার পুখরিয়া গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরচক্রটি। এ সময় গরুর মালিক সাদ্দাম চোরচক্রের ট্রাকটি ধাওয়া করে মাগুরা সদরের আসবা পর্যন্ত আসেন। একপর্যায়ে চোরদের বাধা দিলে সাদ্দাম লস্করকে প্রথমে ছুরিকাঘাত ও পরে ট্রাক চাপা দিয়ে হত্যা করে ওই চক্র। এ ঘটনায় নিহতের স্ত্রী মিতু খাতুন বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মাগুরার শালিখা উপজেলায় গরু চুরি করতে গিয়ে গরুর মালিককে ছুরিকাঘাত ও ট্রাক চাপা দিয়ে হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ওই চোরচক্রের কাছ থেকে নিহতের গরুসহ বিভিন্ন সময়ে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়েছে।
গত সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার করা আসামিরা হলেন চোরচক্রটির প্রধান সমন্বয়কারী ফরিদপুরের শালতা উপজেলার কামদিয়া গ্রামের মো. মাসুদ (৩০), একই জেলার সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামের বিল্লাল শিকদার (৩০), বড় কান্দিয়া গ্রামের হাবিল (২৪), মধুখালি থানার চানপুর গ্রামের মনিরুল বিশ্বাস ও মাগুরা সদর থানার আজমপুর গ্রামের মো. কাজল (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা তাঁদের অপরাধ শিকার করেছেন বলে জানান এএসপি কামরুল হাসান। তাঁদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
এ চক্রটি ফরিদপুর, মাগুরা, গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইলসহ আশপাশের বিভিন্ন জেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলন শেষে গরুর মালিকদের তাঁদের নিজ নিজ গরু বুঝিয়ে দেওয়া হয়। হত্যাকাণ্ডের শিকার সাদ্দামের স্ত্রী মিতু খাতুন চুরি যাওয়া গরুটি ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি এ ঘটনায় গ্রেপ্তার করা আসামিদেরসহ জড়িত সবার ফাঁসি দাবি করেন।
২০২১ সালের ৭ নভেম্বর ভোররাতে শালিখা উপজেলার পুখরিয়া গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরচক্রটি। এ সময় গরুর মালিক সাদ্দাম চোরচক্রের ট্রাকটি ধাওয়া করে মাগুরা সদরের আসবা পর্যন্ত আসেন। একপর্যায়ে চোরদের বাধা দিলে সাদ্দাম লস্করকে প্রথমে ছুরিকাঘাত ও পরে ট্রাক চাপা দিয়ে হত্যা করে ওই চক্র। এ ঘটনায় নিহতের স্ত্রী মিতু খাতুন বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে