Ajker Patrika

জিয়ার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ৩১ মে ২০২২, ১২: ০৩
জিয়ার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া ও আলোচনা সভা করা হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

উলিপুর: কুড়িগ্রামের উলিপুরে গতকাল সকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল প্রমুখ।

চিলমারী: গতকাল সকাল ১১টায় কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির উদ্যোগে উপজেলা মোড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক আবু হানিফা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুল হক প্রমুখ।

রৌমারী: কুড়িগ্রামের রৌমারীতে গতকাল সকালে উপজেলা বিএনপির আয়োজনে রৌমারী কলেজপাড়ায় অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হাসেম, রৌমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন প্রমুখ।

বোদা: পঞ্চগড়ের বোদায় গতকাল বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা হয়। বোদা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ তারার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, আক্তার হোসেন হাসান, লাইলি বেগম, আসাদুল্লাহ আসাদ ও দিলরেজা আফরোজ চিন্ময় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত