Ajker Patrika

আজ মির্জাপুর আ.লীগের সম্মেলন, প্রচার ফেসবুকে

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২: ১০
আজ মির্জাপুর আ.লীগের সম্মেলন, প্রচার ফেসবুকে

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় মির্জাপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সম্মেলন।

সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদপদবি বাগিয়ে নিতে একাধিক নেতা ঢাকা-টাঙ্গাইল সড়কের দেওহাটা থেকে মির্জাপুর সরকারি কলেজ মাঠ পর্যন্ত দলীয় নেতাদের ছবিসংবলিত বিশাল বিশাল বিলবোর্ড ও তোরণ নির্মাণ করেছেন। সব মিলিয়ে এবার নিরুত্তাপ-নিষ্প্রাণ এক সম্মেলন হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের। তবে ফেসবুকে চলছে জমজমাট প্রচার।

দলীয় সূত্র জানায়, ২০১৪ সালে ৬ ডিসেম্বর মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রয়াত সাংসদ মো. একাব্বর হোসেন সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নিতে কেটে যায় আড়াই বছর। মেয়াদ অতিক্রম করায় সম্প্রতি কেন্দ্র থেকে ৩১ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

এই সম্মেলনের উদ্বোধন করবেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ।

সভাপতিত্ব করবেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, উৎসবমুখর পরিবেশে সম্মেলন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা করবেন এই খবর প্রচার হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে সম্মেলন সম্পর্কে উৎসাহ-উদ্দীপনা অনেকটা কমে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত