নূরুন্নবী ফারুকী, ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাট উপজেলায় কমলা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কৃষক সাইদুল ইসলাম। তাঁর বাগানের কমলা বিদেশ থেকে আমদানি করা কমলার মতোই রসাল, সুমিষ্ট এবং আকারেও বড়। এ কারণে হাটবাজারে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে রয়েছে এর বেশ চাহিদা। বেশি দামে বিক্রি হওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক সাইদুল।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানি করা কমলার দাম তুলনামূলক বেশি। তাছাড়া স্বাদে, গুণে ও মানের দিক থেকে সাইদুলের বাগানের কমলা প্রায় একই রকম। এ কারণে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা কমলা সংগ্রহ করতে প্রতিদিন ছুটে আসছেন তাঁর বাগানে। আসছেন স্থানীয় ব্যবসায়ীরাও। অল্প পরিশ্রমে ফলন বেশি ও ভালো দামে বেচাকেনা হওয়ায় এলাকার অন্য কৃষকেরাও কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। তবে পরিবহন, বিপণন ও সঠিক দাম নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।
গত বুধবার দুপুরে উপজেলার আগ্রাদ্বীগুণ ইউনিয়নের হযরতপুর এলাকায় গিয়ে দেখা গেছে, আমবাগানের পাশে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে সাইদুলের কমলার বাগান। বাগানজুড়ে সবুজ পাতার আড়ালে ঝুলছিল কাঁচা-পাকা কমলা। দেশের মাটিতে কমলা চাষের এমন মনোমুগ্ধকর দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ক্ষুদ্র ও মাঝারি পরিসরে ১৫ থেকে ২০ জন কৃষক মালটা ও কমলার বাগান করেছেন। এতে করে তাঁরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
কমলাচাষি সাইদুল বলেন, ২০১২ সালে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ থেকে মাস্টার্স শেষ করেন। এরপর চাকরির পেছনে হন্যে হয়ে ছুটেছেন পাঁচ বছর। চাকরি না পেয়ে অনেকটা হতাশ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন। স্থানীয় বাগানিদের পরামর্শ ও উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী থেকে কমলা চাষে উদ্বুদ্ধ হন তিনি। এরপর ২০২০ সালের এপ্রিলে ৪০ শতাংশ জমি লিজ নিয়ে ১৩০টি দার্জিলিং জাতের কমলার চারা রোপণ করেন। এরপর ২০২৩ সালের জুলাই মাসে ১০০ শতাংশ জমিতে আরও ৪৬০টি একই জাতের চারা রোপণ করেন।
সাইদুল ইসলাম আরও বলেন, আকার ভেদে প্রতিটি গাছ থেকে ৩০ থেকে ৩৫ কেজি কমলা নামিয়েছেন। গত ২৫ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৬০০ টাকায় ২০ মণ কমলা বিক্রি করেছেন। চলতি বছরে ২৫ লাখ টাকার কমলা বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে সাইদুলের। হাটবাজারে ভালো দাম পেলে এ বছর বাগান থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা আয় করা সম্ভব হবে। এতে করে পরিবারের খরচ মিটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আর জুবায়ের বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের মাটি সাইপ্রাসজাতীয় ফসল চাষের উপযোগী। কমলা চাষে কৃষক সাইদুল ইসলামকে বিভিন্ন ধরনের সহযোগিতা ও উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে আজ তিনি সফল উদ্যোক্তা হয়েছেন। তাঁর দেখাদেখি অনেকে কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। বিদেশ থেকে মালটা ও কমলা আমদানি করতে আমাদের বৈদেশিক মুদ্রা অপচয় হচ্ছে। এ কারণে কমলার আমদানি বন্ধ করার মধ্য দিয়ে আমাদের নিজেদের মালটা ও কমলায় আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হব।’
নওগাঁর ধামইরহাট উপজেলায় কমলা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কৃষক সাইদুল ইসলাম। তাঁর বাগানের কমলা বিদেশ থেকে আমদানি করা কমলার মতোই রসাল, সুমিষ্ট এবং আকারেও বড়। এ কারণে হাটবাজারে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে রয়েছে এর বেশ চাহিদা। বেশি দামে বিক্রি হওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক সাইদুল।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানি করা কমলার দাম তুলনামূলক বেশি। তাছাড়া স্বাদে, গুণে ও মানের দিক থেকে সাইদুলের বাগানের কমলা প্রায় একই রকম। এ কারণে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা কমলা সংগ্রহ করতে প্রতিদিন ছুটে আসছেন তাঁর বাগানে। আসছেন স্থানীয় ব্যবসায়ীরাও। অল্প পরিশ্রমে ফলন বেশি ও ভালো দামে বেচাকেনা হওয়ায় এলাকার অন্য কৃষকেরাও কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। তবে পরিবহন, বিপণন ও সঠিক দাম নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।
গত বুধবার দুপুরে উপজেলার আগ্রাদ্বীগুণ ইউনিয়নের হযরতপুর এলাকায় গিয়ে দেখা গেছে, আমবাগানের পাশে সারিবদ্ধভাবে গড়ে উঠেছে সাইদুলের কমলার বাগান। বাগানজুড়ে সবুজ পাতার আড়ালে ঝুলছিল কাঁচা-পাকা কমলা। দেশের মাটিতে কমলা চাষের এমন মনোমুগ্ধকর দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ক্ষুদ্র ও মাঝারি পরিসরে ১৫ থেকে ২০ জন কৃষক মালটা ও কমলার বাগান করেছেন। এতে করে তাঁরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
কমলাচাষি সাইদুল বলেন, ২০১২ সালে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ থেকে মাস্টার্স শেষ করেন। এরপর চাকরির পেছনে হন্যে হয়ে ছুটেছেন পাঁচ বছর। চাকরি না পেয়ে অনেকটা হতাশ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন। স্থানীয় বাগানিদের পরামর্শ ও উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী থেকে কমলা চাষে উদ্বুদ্ধ হন তিনি। এরপর ২০২০ সালের এপ্রিলে ৪০ শতাংশ জমি লিজ নিয়ে ১৩০টি দার্জিলিং জাতের কমলার চারা রোপণ করেন। এরপর ২০২৩ সালের জুলাই মাসে ১০০ শতাংশ জমিতে আরও ৪৬০টি একই জাতের চারা রোপণ করেন।
সাইদুল ইসলাম আরও বলেন, আকার ভেদে প্রতিটি গাছ থেকে ৩০ থেকে ৩৫ কেজি কমলা নামিয়েছেন। গত ২৫ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৬০০ টাকায় ২০ মণ কমলা বিক্রি করেছেন। চলতি বছরে ২৫ লাখ টাকার কমলা বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে সাইদুলের। হাটবাজারে ভালো দাম পেলে এ বছর বাগান থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা আয় করা সম্ভব হবে। এতে করে পরিবারের খরচ মিটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আর জুবায়ের বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের মাটি সাইপ্রাসজাতীয় ফসল চাষের উপযোগী। কমলা চাষে কৃষক সাইদুল ইসলামকে বিভিন্ন ধরনের সহযোগিতা ও উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে আজ তিনি সফল উদ্যোক্তা হয়েছেন। তাঁর দেখাদেখি অনেকে কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। বিদেশ থেকে মালটা ও কমলা আমদানি করতে আমাদের বৈদেশিক মুদ্রা অপচয় হচ্ছে। এ কারণে কমলার আমদানি বন্ধ করার মধ্য দিয়ে আমাদের নিজেদের মালটা ও কমলায় আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে