৩ সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০৭: ০২
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১: ৫৭

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচ ইউপির ১১টি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও সহিংসতার ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ হাজার ১৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৬ ডিসেম্বর ওই সব ইউপিতে ভোট হয়।

মামলা ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উলিপুরের দুর্গাপুর, তবকপুর, পান্ডুল, বুড়াবুড়ী ও সাহেবের আলগা ইউনিয়নের ১১টি কেন্দ্রে জালভোট, ব্যালট পেপার ছিনতাই ও নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় দুর্গাপুর ইউনিয়নের চারটি ও তবকপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়। বুড়াবুড়ী ইউনিয়নের একটি কেন্দ্রে ফলাফল ঘোষণা স্থগিত রাখেন রিটার্নিং কর্মকর্তা। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সাহেবের আলগা ইউনিয়নের নামাজেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রতন কুমার পালের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তাঁর মাথা ফেটে যায়, স্থগিত হয় ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা। এসব ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসাররা বাদী হয়ে উলিপুর থানায় এগারোটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত