জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠাগার গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী

মুক্তাগাছা প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৫
Thumbnail image

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন অগ্রযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক শিক্ষায় শিক্ষিত জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা খুবই জরুরি। আর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে পাঠাগার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ প্রতিমন্ত্রী গত শনিবার সন্ধ্যায় মুক্তাগাছার মহিষতারা গ্রামে তানভি-এনায়েত ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষিত উন্নত জাতি গঠনে পাঠাগারভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান সরকার পাঠাগার গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বারোপ করে কাজ করে যাচ্ছে।’

কাশিমপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু প্রমুখ বক্তব্য রাখেন।

অপরদিকে সংস্কৃতি প্রতিমন্ত্রী গতকাল রোববার মুক্তাগাছা উপজেলায় ২০টি সেলুন পাঠাগার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মনসুর, ওসি মাহমুদুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত