বিনোদন প্রতিবেদক, ঢাকা
তিন বছরের বেশি সময় ধরে সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। অনেক চেষ্টা করেও মিলছে না ছাড়পত্র। নানা সময়ে ফেসবুক পোস্টে ও সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তি দাবি করেছেন ফারুকীসহ অনেক নির্মাতা ও অভিনয়শিল্পী। তবুও ছাড় পায়নি ‘শনিবার বিকেল’।
সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়ে সেন্সর বোর্ডের আপিল বিভাগ আগামীকাল বৃহস্পতিবার সভায় বসবে বলে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আপিল কমিটি বৃহস্পতিবার যে সভায় বসবে সেখানে তাদের সুবিবেচনার পরিচয় দেবে এবং দ্রুত শনিবার বিকেল দর্শকদের কাছে যেতে পারবে।’ আপিল বিভাগের এ সভার দুই দিন আগে সিনেমাটি মুক্তির প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের ১৩০ জন শিল্পী।
গতকাল নাট্যনির্দেশক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা লক্ষ করছি, সিনেমা-নাটক-সংগীত—শিল্প-সংস্কৃতির এমন নানা ক্ষেত্রে, নানা সময়ে হাজির করা হচ্ছে বহুমুখী বাধা, যা আমাদের উদ্বিগ্ন করছে। এ উদ্বেগ আরও বাড়ে যখন দেখি, আমাদের বন্ধু সুহৃদ চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র শনিবার বিকেল বিনা কারণে সাড়ে তিন বছরের বেশি সময় সেন্সর বোর্ডে আটকে থাকে।’
সেন্সর বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘সারা পৃথিবীতে যখন সেন্সরের ধারণা একটি বাতিলযোগ্য পুরোনো ধ্যানধারণা হিসেবে আলোচিত হচ্ছে, ঠিক তখনই আমরা সেন্সর, দীর্ঘসূত্রতা এবং অজানা কোনো কারণে সময়ের একজন খ্যাতিমান চলচ্চিত্রকারের কাজ আটকে রেখেছি। এ দেশের নাগরিক ও শিল্পীসমাজের প্রতিনিধি হিসেবে বলতে চাই, আমাদের প্রজ্ঞা ও বিবেচনায় এই দীর্ঘসূত্রতা আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে এবং সকল কর্তৃপক্ষের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে।’
বিবৃতিতে স্বাক্ষর করেছেন মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, শিমূল ইউসুফ, সারা যাকের, আফজাল হোসেন, তারিক আনাম খান, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, নির্মাতা মোরশেদুল ইসলাম, সৈয়দ সালাউদ্দিন জাকি, ক্যাথরিন মাসুদ, গিয়াস উদ্দিন সেলিম, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা চৌধুরী, মেজবাউর রহমান সুমন, অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, জয়া আহসান, জাকিয়া বারী মম, বাঁধন, তিশাসহ বিনোদন অঙ্গনের বিভিন্ন সেক্টরের কলাকুশলীরা।
‘শনিবার বিকেল’ মুক্তির দাবিতে শিল্পীদের একাত্ম হওয়ার খবরে ভীষণ আপ্লুত মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘সব সময় তো এ রকম হয় না যে আমরা আমাদের জড়তাকে ঠেলে কোনো উদ্যোগ নিতে পারি এক সঙ্গে। সেই হিসেবে আজকের দিনটা আমাদের দেশের শিল্পীদের জন্য একটা মনে রাখার মতো দিন। শনিবার বিকেল মুক্তির দাবিতে ১৩০ জন শিল্পী একটা বিবৃতি দিয়েছেন। এখানে মূল ধারা-বিকল্প ধারা-নতুন ধারা-পুরাতন ধারা নানা মত-পথের মানুষ আছেন। আমাদের মত ভিন্ন হতে পারে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু শিল্পীর স্বাধীনতার প্রশ্নে আমরা এক। আমরা যখন এক হয়েছি, আর কোনো কিছুই আমাদের দাবায়ে রাখতে পারবে না।’
হলি আর্টিজানের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘শনিবার বিকেল’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ১২টি দেশের খ্যাতনামা অভিনয়শিল্পীরা। এর মধ্যে আছেন ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশের মামুনুর রশীদ, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।
তিন বছরের বেশি সময় ধরে সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। অনেক চেষ্টা করেও মিলছে না ছাড়পত্র। নানা সময়ে ফেসবুক পোস্টে ও সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তি দাবি করেছেন ফারুকীসহ অনেক নির্মাতা ও অভিনয়শিল্পী। তবুও ছাড় পায়নি ‘শনিবার বিকেল’।
সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়ে সেন্সর বোর্ডের আপিল বিভাগ আগামীকাল বৃহস্পতিবার সভায় বসবে বলে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আপিল কমিটি বৃহস্পতিবার যে সভায় বসবে সেখানে তাদের সুবিবেচনার পরিচয় দেবে এবং দ্রুত শনিবার বিকেল দর্শকদের কাছে যেতে পারবে।’ আপিল বিভাগের এ সভার দুই দিন আগে সিনেমাটি মুক্তির প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের ১৩০ জন শিল্পী।
গতকাল নাট্যনির্দেশক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা লক্ষ করছি, সিনেমা-নাটক-সংগীত—শিল্প-সংস্কৃতির এমন নানা ক্ষেত্রে, নানা সময়ে হাজির করা হচ্ছে বহুমুখী বাধা, যা আমাদের উদ্বিগ্ন করছে। এ উদ্বেগ আরও বাড়ে যখন দেখি, আমাদের বন্ধু সুহৃদ চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র শনিবার বিকেল বিনা কারণে সাড়ে তিন বছরের বেশি সময় সেন্সর বোর্ডে আটকে থাকে।’
সেন্সর বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘সারা পৃথিবীতে যখন সেন্সরের ধারণা একটি বাতিলযোগ্য পুরোনো ধ্যানধারণা হিসেবে আলোচিত হচ্ছে, ঠিক তখনই আমরা সেন্সর, দীর্ঘসূত্রতা এবং অজানা কোনো কারণে সময়ের একজন খ্যাতিমান চলচ্চিত্রকারের কাজ আটকে রেখেছি। এ দেশের নাগরিক ও শিল্পীসমাজের প্রতিনিধি হিসেবে বলতে চাই, আমাদের প্রজ্ঞা ও বিবেচনায় এই দীর্ঘসূত্রতা আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে এবং সকল কর্তৃপক্ষের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে।’
বিবৃতিতে স্বাক্ষর করেছেন মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, শিমূল ইউসুফ, সারা যাকের, আফজাল হোসেন, তারিক আনাম খান, জাহিদ হাসান, তৌকীর আহমেদ, নির্মাতা মোরশেদুল ইসলাম, সৈয়দ সালাউদ্দিন জাকি, ক্যাথরিন মাসুদ, গিয়াস উদ্দিন সেলিম, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা চৌধুরী, মেজবাউর রহমান সুমন, অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, জয়া আহসান, জাকিয়া বারী মম, বাঁধন, তিশাসহ বিনোদন অঙ্গনের বিভিন্ন সেক্টরের কলাকুশলীরা।
‘শনিবার বিকেল’ মুক্তির দাবিতে শিল্পীদের একাত্ম হওয়ার খবরে ভীষণ আপ্লুত মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘সব সময় তো এ রকম হয় না যে আমরা আমাদের জড়তাকে ঠেলে কোনো উদ্যোগ নিতে পারি এক সঙ্গে। সেই হিসেবে আজকের দিনটা আমাদের দেশের শিল্পীদের জন্য একটা মনে রাখার মতো দিন। শনিবার বিকেল মুক্তির দাবিতে ১৩০ জন শিল্পী একটা বিবৃতি দিয়েছেন। এখানে মূল ধারা-বিকল্প ধারা-নতুন ধারা-পুরাতন ধারা নানা মত-পথের মানুষ আছেন। আমাদের মত ভিন্ন হতে পারে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু শিল্পীর স্বাধীনতার প্রশ্নে আমরা এক। আমরা যখন এক হয়েছি, আর কোনো কিছুই আমাদের দাবায়ে রাখতে পারবে না।’
হলি আর্টিজানের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘শনিবার বিকেল’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ১২টি দেশের খ্যাতনামা অভিনয়শিল্পীরা। এর মধ্যে আছেন ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশের মামুনুর রশীদ, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে