বিয়ানীবাজার প্রতিনিধি
ঈদুল ফিতরের আর মাত্র কয়েকটা দিন বাকি। জমে উঠেছে বিয়ানীবাজারের ঈদবাজার। ক্রেতা টানতে তেলেগু ছবি পুষ্পা আর কাঁচা বাদাম গান বেছে নিয়েছেন বিক্রেতারা। তাঁরা পোশাকের নাম দিয়েছেন পুষ্পা আর কাঁচা বাদাম। ক্রেতাদের আকৃষ্ট করতে পোশাকের এসব চটকদার নাম দিয়েছেন তাঁরা।
গত দুই বছর করোনার কারণে বেচাকেনা কিছুটা কম হলেও এবার ১০ রোজার পর থেকেই বিয়ানীবাজারে বাজারে ক্রেতাদের ঢল নেমেছে। দিন-রাতের অধিকাংশ সময় শহরের দোকানপাট খোলা থাকছে। বিশেষ করে ইফতারের পর বাজারে গিজগিজ করে মানুষ। এবারের ঈদে ক্রেতাদের আকর্ষণের শীর্ষে রয়েছে পুষ্পা ও কাঁচা বাদাম নামের নতুন থ্রিপিস।
লাল, নীল ও সবুজসহ চার রঙের থ্রিপিস রয়েছে পুষ্পা রাজের। অন্যদিকে কাঁচা বাদামের আছে ছয় ধরনের ড্রেস। অবশ্য বাহারি নামের এসব পোশাক কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। পোশাকের সঙ্গে মানানসই নয়, এমন দাম হাঁকছেন বিক্রেতারা।
কাপড় ব্যবসায়ী মো. আলাল উদ্দিন বলেন, এবারের ঈদে পুষ্পা ও কাঁচা বাদাম নামে থ্রিপিসের ব্যাপক চাহিদা রয়েছে। ড্রেসগুলো বেশ ভালোই বিক্রি হচ্ছে। ক্রেতারা সব সময় নতুন মডেলের, নতুন ডিজাইনের পোশাক খোঁজেন। কাঁচা বাদাম নতুন পোশাক হওয়ায় এটির বিক্রিও বেশ ভালো। এ ছাড়া অরগাঞ্জা, তুমি আমার ও গোল্ড ড্রেসসহ বেশ কয়েকটি থ্রিপিসের চাহিদা রয়েছে।
থ্রিপিসে কাঁচা বাদাম বা পুষ্পার মতো এমন অদ্ভুত নাম কেন, জানতে চাইলে ব্যবসায়ী মুকিত মোহাম্মদ বলেন, কাঁচা বাদাম থ্রিপিসের নামকরণ স্থানীয়ভাবে করা হয়নি। কাপড়ের মালিক, প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে এই নাম দেওয়া হয়েছে।
তিনি জানান, তারা কোনো নামকরণ করেননি।
দুই মেয়েকে নিয়ে কেনাকাটা করতে আসা আসমা বেগম বলেন, ‘নামেই আকর্ষণ ছড়িয়েছে পুষ্পা বা কাঁচা বাদাম। পোশাকে আলাদা কিছু নেই। বিক্রেতারা প্রতি বছরই ক্রেতাদের নজর কাড়ার জন্য এমন নাম দেন। আমি মেয়েদের পছন্দমতো ড্রেস কিনেছি।’
আরেক ক্রেতা শাহিনা আকতার বলেন, ফেসবুকে প্রথম কাঁচা বাদাম ও পুষ্পা ড্রেস বাজারে আসার খবর দেখেন। সম্প্রতি তাঁর এক বান্ধবী কাঁচা বাদাম থ্রিপিস কিনেছেন। এটা দেখে তিনিও এসেছেন।
ঈদবাজারে তরুণীদের যেমন আকর্ষণ ছিল নতুন মডেলের থ্রিপিস, তেমনি মধ্যবয়সী নারীদের প্রথম পছন্দ রং-বেরঙের বাহারি রকমের শাড়ি। দোকানগুলোতে বরাবরের মতো জামদানি, কাতান, টাঙ্গাইলের সিল্ক ও তাঁতের শাড়ি রয়েছে নারীদের চাহিদার শীর্ষে। তাঁতের শাড়ির মূল্য কিছুটা কম হলেও অন্যগুলো ডিজাইনের কারণে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া শিশুদের জন্য অভিজাত দোকানগুলোতে রয়েছে নানা রং ও ডিজাইনের পোশাক।
অন্যদিকে ঈদে ছেলেদের জন্য নতুন কোনো আকর্ষণ না থাকলেও পাঞ্জাবি, জিনস, শার্ট, পলো ও টিশার্ট বেছে নেয় ছেলেরা। বিভিন্ন ধরনের শার্টের পাশাপাশি ঈদকে ঘিরে হালকা ও রঙিন নকশার পলো ও টিশার্টের চাহিদা দেখা যাচ্ছে এবার ঈদবাজারে।
ঈদুল ফিতরের আর মাত্র কয়েকটা দিন বাকি। জমে উঠেছে বিয়ানীবাজারের ঈদবাজার। ক্রেতা টানতে তেলেগু ছবি পুষ্পা আর কাঁচা বাদাম গান বেছে নিয়েছেন বিক্রেতারা। তাঁরা পোশাকের নাম দিয়েছেন পুষ্পা আর কাঁচা বাদাম। ক্রেতাদের আকৃষ্ট করতে পোশাকের এসব চটকদার নাম দিয়েছেন তাঁরা।
গত দুই বছর করোনার কারণে বেচাকেনা কিছুটা কম হলেও এবার ১০ রোজার পর থেকেই বিয়ানীবাজারে বাজারে ক্রেতাদের ঢল নেমেছে। দিন-রাতের অধিকাংশ সময় শহরের দোকানপাট খোলা থাকছে। বিশেষ করে ইফতারের পর বাজারে গিজগিজ করে মানুষ। এবারের ঈদে ক্রেতাদের আকর্ষণের শীর্ষে রয়েছে পুষ্পা ও কাঁচা বাদাম নামের নতুন থ্রিপিস।
লাল, নীল ও সবুজসহ চার রঙের থ্রিপিস রয়েছে পুষ্পা রাজের। অন্যদিকে কাঁচা বাদামের আছে ছয় ধরনের ড্রেস। অবশ্য বাহারি নামের এসব পোশাক কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। পোশাকের সঙ্গে মানানসই নয়, এমন দাম হাঁকছেন বিক্রেতারা।
কাপড় ব্যবসায়ী মো. আলাল উদ্দিন বলেন, এবারের ঈদে পুষ্পা ও কাঁচা বাদাম নামে থ্রিপিসের ব্যাপক চাহিদা রয়েছে। ড্রেসগুলো বেশ ভালোই বিক্রি হচ্ছে। ক্রেতারা সব সময় নতুন মডেলের, নতুন ডিজাইনের পোশাক খোঁজেন। কাঁচা বাদাম নতুন পোশাক হওয়ায় এটির বিক্রিও বেশ ভালো। এ ছাড়া অরগাঞ্জা, তুমি আমার ও গোল্ড ড্রেসসহ বেশ কয়েকটি থ্রিপিসের চাহিদা রয়েছে।
থ্রিপিসে কাঁচা বাদাম বা পুষ্পার মতো এমন অদ্ভুত নাম কেন, জানতে চাইলে ব্যবসায়ী মুকিত মোহাম্মদ বলেন, কাঁচা বাদাম থ্রিপিসের নামকরণ স্থানীয়ভাবে করা হয়নি। কাপড়ের মালিক, প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে এই নাম দেওয়া হয়েছে।
তিনি জানান, তারা কোনো নামকরণ করেননি।
দুই মেয়েকে নিয়ে কেনাকাটা করতে আসা আসমা বেগম বলেন, ‘নামেই আকর্ষণ ছড়িয়েছে পুষ্পা বা কাঁচা বাদাম। পোশাকে আলাদা কিছু নেই। বিক্রেতারা প্রতি বছরই ক্রেতাদের নজর কাড়ার জন্য এমন নাম দেন। আমি মেয়েদের পছন্দমতো ড্রেস কিনেছি।’
আরেক ক্রেতা শাহিনা আকতার বলেন, ফেসবুকে প্রথম কাঁচা বাদাম ও পুষ্পা ড্রেস বাজারে আসার খবর দেখেন। সম্প্রতি তাঁর এক বান্ধবী কাঁচা বাদাম থ্রিপিস কিনেছেন। এটা দেখে তিনিও এসেছেন।
ঈদবাজারে তরুণীদের যেমন আকর্ষণ ছিল নতুন মডেলের থ্রিপিস, তেমনি মধ্যবয়সী নারীদের প্রথম পছন্দ রং-বেরঙের বাহারি রকমের শাড়ি। দোকানগুলোতে বরাবরের মতো জামদানি, কাতান, টাঙ্গাইলের সিল্ক ও তাঁতের শাড়ি রয়েছে নারীদের চাহিদার শীর্ষে। তাঁতের শাড়ির মূল্য কিছুটা কম হলেও অন্যগুলো ডিজাইনের কারণে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া শিশুদের জন্য অভিজাত দোকানগুলোতে রয়েছে নানা রং ও ডিজাইনের পোশাক।
অন্যদিকে ঈদে ছেলেদের জন্য নতুন কোনো আকর্ষণ না থাকলেও পাঞ্জাবি, জিনস, শার্ট, পলো ও টিশার্ট বেছে নেয় ছেলেরা। বিভিন্ন ধরনের শার্টের পাশাপাশি ঈদকে ঘিরে হালকা ও রঙিন নকশার পলো ও টিশার্টের চাহিদা দেখা যাচ্ছে এবার ঈদবাজারে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে