এম মনসুর আলী, সরাইল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের বেমালিয়া নদীতে সেতু না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীসহ ১০টি গ্রামের সর্বস্তরের মানুষ। সেতু না থাকায় স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন কাজে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে জমির ফসল ক্রয়-বিক্রয়ে অসুবিধা, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে সমস্যা হচ্ছে। এ ছাড়া গুরুতর অসুস্থ ও অন্তঃসত্তা নারীদের যথাসময়ে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে মৃত্যুঝুঁকিতে পড়ছেন জরুরি রোগীরা।
দৈনন্দিন কাজকর্মে বেমালিয়া নদী পারাপার হতে হয় উপজেলার জয়ধরকান্দি, করিমপুর, কাশেমপুর, মহিষবেড়, নয়াকান্দি, খদরকান্দি, বাগি, শিমুকান্দি, তেলিকান্দি, মুহাম্মদপুর গ্রামের বাসিন্দাদের। এ ছাড়া এসব এলাকার জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চবিদ্যালয়, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়ধরকান্দি আইডিয়াল একাডেমি, পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়ধরকান্দি প্রতিভা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সেতু না থাকায় বিদ্যালয়ে যেতে নদী পারাপারের ঝুঁকি নিতে হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, পারাপারের জন্য নদীতে সেতু না থাকায় বিভিন্ন ঘাটে নদীতে ছোট নৌকা রয়েছে। বইঠা এবং রশি দিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ঘাটে নৌকা না থাকায় অনেকে আবার বসে আছেন নৌকার অপেক্ষায়। এতে দুর্ভোগেভুক্তভোগীরা জানান, জয়ধরকান্দি গ্রামের নদীর উত্তর পাড়ের শিক্ষার্থীদের নদীর দক্ষিণ পাড়ের স্কুলগুলোতে আসতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ওই এলাকার যুগ যুগের সমস্যা এটি। আবার নদীর উত্তরে রয়েছে জয়ধরকান্দির অর্ধেক অংশ, করিমপুর, কাশেমপুর মহিষবেড় ও নয়াকান্দি গ্রাম। ওই গ্রামের মানুষের অধিকাংশই ফসলি জমি রয়েছে নদীর দক্ষিণ পাশে। ফলে নদী পার হয়ে উৎপাদিত ফসল ঠিকমতো ঘরে তুলতেও হিমশিম খেতে হয়। এ ছাড়া নদীর দক্ষিণ পাড়ে কোনো বাজার বা হাট না থাকায় তাঁরা উত্তর তীরের হাটবাজারের ওপর নির্ভরশীল।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীর দক্ষিণ পাশের কেউ কোনো কাজে আসতে হলে তাঁদের নৌকা দিয়ে পার হয়ে আসতে হয়। নদীতে কোনো বাঁশের সাঁকো না থাকায় শুষ্ক মৌসুমে নৌকা না থাকলে তাঁদের সাঁতরে নদী পার হয়ে আসতে হয়।
আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী শাহজাহান মিয়া, মোছা. রিতু আক্তার এবং দশম শ্রেণির মোছা. তায়্যিবা আক্তার, মোছা. শারমিন নিশাত, মো. মুক্তার হোসেন বলে, ‘নদীতে সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই নৌকা পারাপার হয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় ঘাটে নৌকা না থাকায় আমরা সময়মতো ক্লাস এবং কোচিংয়ে যেতে পারি না। আমরা চাই, সরকার যেন নদীতে একটি সেতু দিয়ে আমাদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করে দেয়।’
জয়ধরকান্দি আইডিয়াল একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির বলেন, ‘পারাপারে শিক্ষার্থীসহ সব পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হয় প্রতিনিয়ত। আমরা চাই সরকার নদীতে একটি সেতু নির্মাণ করে দিক।’
জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, সেতু না থাকায় দুই পারের মানুষের কষ্টের শেষ নেই। তবে বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-মাদ্রাসায় যেতে এবং অসুস্থ ব্যক্তিদের জরুরি চিকিৎসায় দুর্ভোগ পোহাতে হয়।
পাকশিমুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য খলিলুর রহমান মাদারী জানান, এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘এক যুগের ব্যবধানে বেমালিয়া নদীর উত্তর পাড়ে যেহেতু নতুন বাজার ও নতুন নতুন কয়েকটি গ্রাম হয়েছে, তাই বেমালিয়া নদীতে একটা সেতু অতি জরুরি হয়ে পড়েছে। এখন থেকে চেষ্টা চালাব। ইনশা আল্লাহ বেমালিয়া নদীতে সেতু হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের বেমালিয়া নদীতে সেতু না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীসহ ১০টি গ্রামের সর্বস্তরের মানুষ। সেতু না থাকায় স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন কাজে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে জমির ফসল ক্রয়-বিক্রয়ে অসুবিধা, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে সমস্যা হচ্ছে। এ ছাড়া গুরুতর অসুস্থ ও অন্তঃসত্তা নারীদের যথাসময়ে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে মৃত্যুঝুঁকিতে পড়ছেন জরুরি রোগীরা।
দৈনন্দিন কাজকর্মে বেমালিয়া নদী পারাপার হতে হয় উপজেলার জয়ধরকান্দি, করিমপুর, কাশেমপুর, মহিষবেড়, নয়াকান্দি, খদরকান্দি, বাগি, শিমুকান্দি, তেলিকান্দি, মুহাম্মদপুর গ্রামের বাসিন্দাদের। এ ছাড়া এসব এলাকার জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চবিদ্যালয়, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়ধরকান্দি আইডিয়াল একাডেমি, পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়ধরকান্দি প্রতিভা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সেতু না থাকায় বিদ্যালয়ে যেতে নদী পারাপারের ঝুঁকি নিতে হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, পারাপারের জন্য নদীতে সেতু না থাকায় বিভিন্ন ঘাটে নদীতে ছোট নৌকা রয়েছে। বইঠা এবং রশি দিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ঘাটে নৌকা না থাকায় অনেকে আবার বসে আছেন নৌকার অপেক্ষায়। এতে দুর্ভোগেভুক্তভোগীরা জানান, জয়ধরকান্দি গ্রামের নদীর উত্তর পাড়ের শিক্ষার্থীদের নদীর দক্ষিণ পাড়ের স্কুলগুলোতে আসতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ওই এলাকার যুগ যুগের সমস্যা এটি। আবার নদীর উত্তরে রয়েছে জয়ধরকান্দির অর্ধেক অংশ, করিমপুর, কাশেমপুর মহিষবেড় ও নয়াকান্দি গ্রাম। ওই গ্রামের মানুষের অধিকাংশই ফসলি জমি রয়েছে নদীর দক্ষিণ পাশে। ফলে নদী পার হয়ে উৎপাদিত ফসল ঠিকমতো ঘরে তুলতেও হিমশিম খেতে হয়। এ ছাড়া নদীর দক্ষিণ পাড়ে কোনো বাজার বা হাট না থাকায় তাঁরা উত্তর তীরের হাটবাজারের ওপর নির্ভরশীল।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীর দক্ষিণ পাশের কেউ কোনো কাজে আসতে হলে তাঁদের নৌকা দিয়ে পার হয়ে আসতে হয়। নদীতে কোনো বাঁশের সাঁকো না থাকায় শুষ্ক মৌসুমে নৌকা না থাকলে তাঁদের সাঁতরে নদী পার হয়ে আসতে হয়।
আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী শাহজাহান মিয়া, মোছা. রিতু আক্তার এবং দশম শ্রেণির মোছা. তায়্যিবা আক্তার, মোছা. শারমিন নিশাত, মো. মুক্তার হোসেন বলে, ‘নদীতে সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই নৌকা পারাপার হয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় ঘাটে নৌকা না থাকায় আমরা সময়মতো ক্লাস এবং কোচিংয়ে যেতে পারি না। আমরা চাই, সরকার যেন নদীতে একটি সেতু দিয়ে আমাদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করে দেয়।’
জয়ধরকান্দি আইডিয়াল একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির বলেন, ‘পারাপারে শিক্ষার্থীসহ সব পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হয় প্রতিনিয়ত। আমরা চাই সরকার নদীতে একটি সেতু নির্মাণ করে দিক।’
জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, সেতু না থাকায় দুই পারের মানুষের কষ্টের শেষ নেই। তবে বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-মাদ্রাসায় যেতে এবং অসুস্থ ব্যক্তিদের জরুরি চিকিৎসায় দুর্ভোগ পোহাতে হয়।
পাকশিমুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য খলিলুর রহমান মাদারী জানান, এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘এক যুগের ব্যবধানে বেমালিয়া নদীর উত্তর পাড়ে যেহেতু নতুন বাজার ও নতুন নতুন কয়েকটি গ্রাম হয়েছে, তাই বেমালিয়া নদীতে একটা সেতু অতি জরুরি হয়ে পড়েছে। এখন থেকে চেষ্টা চালাব। ইনশা আল্লাহ বেমালিয়া নদীতে সেতু হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে