অবৈধ কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ , পুড়িয়ে ধ্বংস

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০৭: ৪৯
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১২: ২৬

নোয়াখালীর হাতিয়ায় জাটকা সংরক্ষণে মেঘনা নদী অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার নলচিরা পুলিশ ফাঁড়ির পাশে শিবলু মিয়ার ঘাটে এনে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে উপজেলার সূখচর ও নলচিরা ইউনিয়নের উত্তর পাশে মেঘনা নদী থেকে এসব জাল জব্দ করা হয়।

জব্দ করা জালের মধ্যে এক লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল, ১২টি বেহুন্দী, ১০টি মশারি জাল, এক লাখ ২০ হাজার মিটার চর ঘেরা জাল রয়েছে। এ ছাড়া পাতানোর কাজে ব্যবহার করা ২৫টি খুঁটি জব্দ করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের হিসাবে জব্দ করা এসব জালের বাজার মূল্য প্রায় এক কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা হতে পারে।

নৌ পুলিশ জানায়, মেঘনা নদীতে পাতানো এসব জাল জব্দ করে নৌ-পুলিশের একটি দল। উপজেলার নলচিরা ঘাটের পশ্চিম পাশে শিবলু মিয়ার ঘাটের কাছে পাওয়া যায় এসব জাল। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় নদী থেকে তুলে এনে ঘাটে স্তূপ করে রাখা হয়। কিছু জাল নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেলেও অধিকাংশ পাওয়া যায় তীরে। জেলেরা নদীতে পাতানোর জন্য এসব জাল তীরে এনে প্রস্তুত করছিল। নৌ-পুলিশের উপস্থিতি দেখে জেলেরা আগেই পালিয়ে যায়।

এ ব্যাপারে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ‘কারেন্ট জালগুলো নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেছে। বেহুন্দী, মশারি ও চরঘেরা জাল নলচিরা ঘাটের পশ্চিম পাশে একটি মাছ ঘাটে পাওয়া যায়। জেলেরা এসব জাল প্রস্তুত করে রাতে নদীতে নামার চেষ্টা করেছিল। কারেন্ট জাল ও নদীতে ব্যবহার করা যে কোন অবৈধ জালের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিদিন আমাদের দুটি টিম ভিন্ন ভিন্ন সময় নদীতে দায়িত্ব পালন করে থাকে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত