Ajker Patrika

নবাবগঞ্জে জ্বালানি তেলের দোকানে আগুন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ১৭
নবাবগঞ্জে জ্বালানি তেলের দোকানে আগুন

ঢাকার নবাবগঞ্জে একটি জ্বালানি তেলের দোকানে আগুন লেগে দোকানসহ মালামাল পুড়ে গেছে। গত মঙ্গলবার ভোরের দিকে উপজেলার কলাকোপা জজবাড়ির ফটকের কাছে এ ঘটনা ঘটে। তবে দোকান মালিক আজমীর সিকদারের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে দোকানে আগুন লাগানো হয়েছে।

আজমীর সিকদারের ছোট ভাই শরীফ জানান, দোকানে ৬ ড্রাম ডিজেল-পেট্রল ও ৪টা সিলিন্ডার গ্যাস ছিল। রাত সাড়ে তিনটার দিকে টহল পুলিশ আগুন জ্বলতে দেখে বাড়িতে খবর দেন। থানা-পুলিশ দোহার ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস দল দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানসহ সব পুড়ে যায়।

দোহার ফায়ার সার্ভিসের কমান্ডার আব্দুর রশিদ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত