Ajker Patrika

ভয় ছাড়াই যেনসবাই ধর্ম পালনকরতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৩: ১৭
ভয় ছাড়াই যেনসবাই ধর্ম পালনকরতে পারে

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পৃথক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকার মার্কিন দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে থাকা সব বিশ্বাসের লোকজনের পাশে আছে যুক্তরাষ্ট্র। যেসব পরিবার সম্প্রতি ধর্মীয় সহিংসতার শিকার হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানানো হয় বিবৃতিতে।

সহিংসতার কোনো ভয় ছাড়াই প্রত্যেকে যেন নিজ নিজ বিশ্বাসে ধর্মীয় উৎসবে অংশ নিতে পারে, তা নিশ্চিত করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

এদিকে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি এবং মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তাদের নিরাপত্তা ও হামলায় জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত সোমবার সংগঠনটির বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে সাম্প্রদায়িক সহিংসতা, ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনায় প্রমাণিত হয় যে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। সে সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত