Ajker Patrika

উচ্ছেদে হিমশিম প্রশাসন

সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
উচ্ছেদে হিমশিম প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। গতকাল শুক্রবার সকালে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শামীউর রহমান মামলা দুটি করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ মোট ১৬৫ জনকে আসামি করা হয়।

মামলায় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়া এবং তাঁদের ওপর হামলা, হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে আলীনগরের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অবৈধ দখলদার ও সন্ত্রাসী বাহিনীর দফায় দফায় হামলা এবং নির্দিষ্ট সময় পরও পাহাড় ছেড়ে না যাওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এখানকার অবৈধ বসতি সরিয়ে দিতে প্রশাসন অনড় অবস্থানে থাকলেও অদৃশ্য রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দখলদারেরা প্রকাশ্যে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। বারবার অবৈধ বাসিন্দাদের উচ্ছেদ বা বিতাড়িত করতে চাইলেও বাধা ও হামলার শিকার হচ্ছে প্রশাসনকে। এ নিয়ে হিমশিম খেতে হচ্ছে জেলা ও উপজেলা প্রশাসনকে।

নাম প্রকাশে অনিচ্ছুক জঙ্গল সলিমপুরের আলীনগরের একাধিক বাসিন্দা জানান, তাঁরা কেউ পেশায় রিকশাচালক, কেউবা দিনমজুরি করে টাকা জমিয়ে এখানে জায়গা কিনে বাড়ি করেছেন। তাঁরা জেলা প্রশাসক থেকে পুনর্বাসনের আশ্বাস পেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে স্বেচ্ছায় সরকারি খাসজমি ছেড়ে যেতে চেয়েছিলেন। পরিবারের মালামাল সব গুছিয়ে আলীনগর ছাড়তে প্রস্তুত হয়েছিলেন। কিন্তু যাওয়ার আগে আলীনগরের বেশ কিছু যুবক দলবদ্ধভাবে এসে হুমকি দিয়ে গেছেন। তাঁদের আদেশ উপেক্ষা করে আলীনগর ছাড়তে চাইলে প্রাণে মেরে ফেলা হবে।

এসব বাসিন্দারা আরও জানান, জঙ্গল সলিমপুর ও আলীনগরে গড়ে ওঠা বেশ কয়েকটি সন্ত্রাসী চক্র এখানকার সব ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আর সীতাকুণ্ডের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় থেকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

গত বৃহস্পতিবার আলীনগর থেকে যেসব পরিবার স্বেচ্ছায় যেতে চায়, তাদের সহযোগিতার জন্য সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্ত্রাসীদের নিষেধ উপেক্ষা করে ৪-৫টি পরিবার আলীনগর ত্যাগ করার পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

এদিকে গতকাল শুক্রবারও অবৈধভাবে বসবাসকারী যেসব পরিবার স্বেচ্ছায় আলীনগর ছাড়তে চায়, তাদের সহযোগিতা করতে জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশ সদস্যরা আলীনগরে আসেন। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁরা ১০-১২টি পরিবারকে চলে যেতে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে ৩ হাজার ১০০ একর পাহাড় দীর্ঘকাল অবৈধভাবে দখলে রেখে, কেটে প্লট বানিয়ে বিক্রি করেছে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র। এসব চক্র পাহাড় বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হলেও নির্বিচার পাহাড় ও জীববৈচিত্র্য ধ্বংস করায় চরম ক্ষতির মুখে পড়েছে প্রকৃতি ও পরিবেশ। কিন্তু সরকার ওই এলাকায় যেন আর কোনো পাহাড় কাটা না হয়, সে লক্ষ্যে সেখানে পরিবেশবান্ধব নানান উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়। এ পরিকল্পনা বাস্তবায়নে কঠোর অবস্থান নেয় জেলা ও উপজেলা প্রশাসন। তারা একাধিকবার যৌথভাবে অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে প্রথম দফায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ৪০০ পরিবারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইতিমধ্যে এখানকার অবৈধ দখলদারদের কবলে থাকা ৭০০ একর খাসজমি উদ্ধার করা হয়। এর জের ধরে গত ২৬ আগস্ট আলীনগরের ৩ হাজারের বেশি বিক্ষুব্ধ নারী-পুরুষ মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালান। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের ওপর হামলা, হাতবোমা নিক্ষেপ এবং যানবাহনে ভাঙচুর চালান। ওই ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ আলীনগরের দুই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে উপজেলা প্রশাসন বাদী হয়ে একটি ও পুলিশ বাদী হয়ে আরও পৃথক ৬টি মামলা করে। ঘটনার কয়েক দিন পর সেখানে প্রবেশপথে ১৫টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের পাশাপাশি দুটি নিরাপত্তাচৌকি স্থাপন করা হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আলীনগরের অনেক বাসিন্দা প্রশাসনের নির্দেশ মেনে খাসজমি ছেড়ে অন্যত্র চলে যেতে চাইলেও সেখানকার সন্ত্রাসী চক্র তাঁদের বাইরে বের হতে বাধা দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত