Ajker Patrika

আটকে পড়া বিড়াল ছানা উদ্ধার ফায়ার সার্ভিসের

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫২
আটকে পড়া বিড়াল ছানা উদ্ধার ফায়ার সার্ভিসের

টাঙ্গাইলে একটি বিড়ালের বাচ্চাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার সকালে শহরের সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের চারতলা ভবনের সানশেডে আটকে থাকা বিড়াল ছানাটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক সপ্তাহ ধরে বিড়ালটি ওই ভবনের সানশেডে আটকে ছিল। কোনো মতে ওই বিড়ালটি সেখান থেকে বের হতে পারছিল না। পরে ভবনটির পাশের ভবনে থাকা ওয়াহিদ আকরাম সুবিন গত শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে ফায়ার সার্ভিসের সদস্যরা সাড়া দেয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি টিম বিড়ালটিকে উদ্ধার করে।

অধ্যক্ষ শহিদুজ্জামান বলেন, ‘আমরা বিড়ালের বাচ্চাটি উদ্ধারে চেষ্টা করেছি। কিন্তু উদ্ধার করতে পারিনি। ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। তাঁদের ধন্যবাদ জানাই।’

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিড়ালের বাচ্চাটিকে উদ্ধার করে। প্রাণ বাঁচানো আমাদের প্রধান কাজ। সেটা মানুষ হোক বা যেকোনো প্রাণী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত