ময়মনসিংহ প্রতিনিধি
সয়াবিন তেল কিনতে গিয়ে এখন যেন ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। তিন লাফেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ১৮০ থেকে ১৯০ টাকা এবং মাসের শেষে এসে ২০০ টাকায় গিয়ে ঠেকেছে দাম। খোলা সয়াবিন তেল সবশেষ ১৬৮ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও অদৃশ্য কারণে বাড়ছে দাম।
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়। এমনকি বিভিন্ন দোকান ঘুরে খোলা সয়াবিন তেল ও বোতলজাত তেলের দামে ১৫ থেকে ২০ টাকা পার্থক্য পাওয়া যায়।
মঞ্জুরুল ইসলাম নামে এক ক্রেতা ২৫০ গ্রাম সয়াবিন তেল কেনেন ৫০ টাকায়। সে হিসাবে এক কেজি খোলা সয়াবিন তেলের দাম ২০০ টাকা। তিনি বলেন, ‘তৃতীয় সপ্তাহে ২০০ টাকায় কিনতে হয়েছে সয়াবিন তেল। চতুর্থ সপ্তাহে না জানি কী হয়?’
ওই বাজারের অথই স্টোরের বিক্রেতা শিবু সাহা বলেন, ‘খোলা সয়াবিন তেল তিন সপ্তাহে ৩০ টাকা বেড়ে ২০০ টাকা কেজি হয়েছে। এ ছাড়া পাম তেল ১৭৫ ও কোয়ালিটি ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।’ একই বাজারের খোকন মিয়া বলেন, পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়েছে।
এদিকে রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা নূপুর দাস বলেন, ‘৫০ কেজি চিনির বস্তা গত সপ্তাহে ৩ হাজার ৭০০ টাকায় কিনেছি। এ সপ্তাহে ৩ হাজার ৮২০ টাকায় কিনতে হয়েছে। তবে চিনি ৮০ টাকা কেজি দামেই বিক্রি করছি।’ তিনি জানান, ফুটবল মসুর ডাল ৯৫ টাকা, দেশি ১২০, মাষকলাই ১৮০, মুগডাল ১৩০, বুটের ডাল ৮০, মটর ১২০, ছোলা বুট ৭৫, খোলা আটা ৩৫ ও প্যাকেট ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
শম্ভুগঞ্জ বাজারের সবজি বিক্রেতা হাসান ফকির বলেন, সব ধরনের সবজির দাম সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা কমেছে। তিনি জানান, বেগুন ৪০, টমেটো ৩০, বাঁধাকপি ৪৫, কাঁচামরিচ ৪০, চিচিঙ্গা ৫৫, মটরশুঁটি ৮০, শিম ৩৫, করলা ৮০, মুলা ৪০, লতা ৮০, ঢ্যাঁড়স ১০০, ফুলকপি ৫০, ছোট লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ বাজারের মানিক মিয়া বলেন, মাছের দামে তেমন উঠানামা নেই। আগের দামেই বিক্রি হচ্ছে। তিনি জানান, রুই ২৪০, পাবদা ২৫০, হইল্লা ৫০০, বেদা ৪৫০, টাকি ৩২০, কই ২৪০, ইছা ৬০০, কাকিলা ৫০০, ট্যাংরা মাছ ৪০০, মৃগেল ৩০০, কারপিও ২৪০, শিং ৩০০, কাতল ২৮০, তেলাপিয়া ১৪০ ও বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি।
ওই বাজারের মুরগি বিক্রেতা মিজান মিয়া বলেন, ব্রয়লার মুরগির দাম বাড়েনি। তবে সোনালি মুরগি কেজিতে ৪০ টাকা বেড়েছে। সোনালি মুরগি ৩০০, ব্রয়লার ১৫০, কক ২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
অপরদিকে মাংস বিক্রেতা সুলতান মিয়া বলেন, ‘মাস খানিক আগে খাসি ও গরুর মাংসের দাম বেড়েছিল। তারপর আর কমেনি। খাসির মাংস ৯২০ থেকে ৯৫০ টাকা ও গরুর ৬০০ থেকে ৬২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ক্রেতা আনার হোসেন বলেন, ‘দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাচ্ছে। মানুষ খুব বিপদের মধ্যে রয়েছে। বিষয়টি নিয়ে সরকারে জোরালো হস্তক্ষেপ করা প্রয়োজন।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে রাখতে সিটি করপোরেশন নিয়মিত মনিটরিং করছে। ভোজ্যতেলের দাম সারা দেশেই বৃদ্ধি পাচ্ছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের কিছু করার নেই।’
সয়াবিন তেল কিনতে গিয়ে এখন যেন ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। তিন লাফেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ১৮০ থেকে ১৯০ টাকা এবং মাসের শেষে এসে ২০০ টাকায় গিয়ে ঠেকেছে দাম। খোলা সয়াবিন তেল সবশেষ ১৬৮ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও অদৃশ্য কারণে বাড়ছে দাম।
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়। এমনকি বিভিন্ন দোকান ঘুরে খোলা সয়াবিন তেল ও বোতলজাত তেলের দামে ১৫ থেকে ২০ টাকা পার্থক্য পাওয়া যায়।
মঞ্জুরুল ইসলাম নামে এক ক্রেতা ২৫০ গ্রাম সয়াবিন তেল কেনেন ৫০ টাকায়। সে হিসাবে এক কেজি খোলা সয়াবিন তেলের দাম ২০০ টাকা। তিনি বলেন, ‘তৃতীয় সপ্তাহে ২০০ টাকায় কিনতে হয়েছে সয়াবিন তেল। চতুর্থ সপ্তাহে না জানি কী হয়?’
ওই বাজারের অথই স্টোরের বিক্রেতা শিবু সাহা বলেন, ‘খোলা সয়াবিন তেল তিন সপ্তাহে ৩০ টাকা বেড়ে ২০০ টাকা কেজি হয়েছে। এ ছাড়া পাম তেল ১৭৫ ও কোয়ালিটি ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।’ একই বাজারের খোকন মিয়া বলেন, পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়েছে।
এদিকে রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা নূপুর দাস বলেন, ‘৫০ কেজি চিনির বস্তা গত সপ্তাহে ৩ হাজার ৭০০ টাকায় কিনেছি। এ সপ্তাহে ৩ হাজার ৮২০ টাকায় কিনতে হয়েছে। তবে চিনি ৮০ টাকা কেজি দামেই বিক্রি করছি।’ তিনি জানান, ফুটবল মসুর ডাল ৯৫ টাকা, দেশি ১২০, মাষকলাই ১৮০, মুগডাল ১৩০, বুটের ডাল ৮০, মটর ১২০, ছোলা বুট ৭৫, খোলা আটা ৩৫ ও প্যাকেট ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
শম্ভুগঞ্জ বাজারের সবজি বিক্রেতা হাসান ফকির বলেন, সব ধরনের সবজির দাম সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা কমেছে। তিনি জানান, বেগুন ৪০, টমেটো ৩০, বাঁধাকপি ৪৫, কাঁচামরিচ ৪০, চিচিঙ্গা ৫৫, মটরশুঁটি ৮০, শিম ৩৫, করলা ৮০, মুলা ৪০, লতা ৮০, ঢ্যাঁড়স ১০০, ফুলকপি ৫০, ছোট লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ বাজারের মানিক মিয়া বলেন, মাছের দামে তেমন উঠানামা নেই। আগের দামেই বিক্রি হচ্ছে। তিনি জানান, রুই ২৪০, পাবদা ২৫০, হইল্লা ৫০০, বেদা ৪৫০, টাকি ৩২০, কই ২৪০, ইছা ৬০০, কাকিলা ৫০০, ট্যাংরা মাছ ৪০০, মৃগেল ৩০০, কারপিও ২৪০, শিং ৩০০, কাতল ২৮০, তেলাপিয়া ১৪০ ও বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি।
ওই বাজারের মুরগি বিক্রেতা মিজান মিয়া বলেন, ব্রয়লার মুরগির দাম বাড়েনি। তবে সোনালি মুরগি কেজিতে ৪০ টাকা বেড়েছে। সোনালি মুরগি ৩০০, ব্রয়লার ১৫০, কক ২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
অপরদিকে মাংস বিক্রেতা সুলতান মিয়া বলেন, ‘মাস খানিক আগে খাসি ও গরুর মাংসের দাম বেড়েছিল। তারপর আর কমেনি। খাসির মাংস ৯২০ থেকে ৯৫০ টাকা ও গরুর ৬০০ থেকে ৬২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ক্রেতা আনার হোসেন বলেন, ‘দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাচ্ছে। মানুষ খুব বিপদের মধ্যে রয়েছে। বিষয়টি নিয়ে সরকারে জোরালো হস্তক্ষেপ করা প্রয়োজন।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে রাখতে সিটি করপোরেশন নিয়মিত মনিটরিং করছে। ভোজ্যতেলের দাম সারা দেশেই বৃদ্ধি পাচ্ছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের কিছু করার নেই।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে