Ajker Patrika

বিস্তীর্ণ মাঠে হলুদের ঢেউ

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪: ০২
বিস্তীর্ণ মাঠে হলুদের ঢেউ

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বোরো আবাদের আগে সরিষা চাষের ধুম পড়েছে। জেলার কৃষকেরা বলছেন, রোপা আমন কাটার পর, বোরো আবাদের আগে অল্প সময়ে সরিষা চাষ করে বাড়তি আয় করা যায়। তাই জেলার কৃষকেরা মধ্যে এই সময়ে সরিষা চাষে ব্যস্ত সময় করছেন। জেলা কৃষি অফিস বলছে, জেলায় ৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, মাঠে মাঠে সরিষার রাশি রাশি হলুদ। ফুলে ফুলে মৌমাছির উড়া উড়ি করছে। সরিষা ফুলের ঘ্রাণে ভাসছে মাঠের হাওয়া। এ যেন হলুদের সমুদ্র। অনেক দর্শনার্থী সরিষার মাঠে আসছেন সৌন্দর্য দেখতে।

করিমগঞ্জের কৃষকেরা জানান, বোরো আবাদের আগে সরিষা চাষ করে, বোরো চাষের খরচ জোগাতেই সরিষার চাষ করছেন তাঁরা।

করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকার কৃষক ছাইদুর রহমান বলেন, ‘অগ্রহায়ণের ধান ঘরে তোলে এই জমিতেই সরিষার আবাদ করেছি। সরিষা তোলার পর বোরো আবাদ করব। মাঝামাঝি অল্প সময়ে বাড়তি ফসল হিসাবে সরিষার ফলন ভালো হয়। সরিষা বিক্রি করে যে টাকা পাই তাতে বোরো আবাদের খরচ উঠে যায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, অল্প সময়ে ও অল্প পুঁজিতে ভালোই লাভ পাওয়া যায়। এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৫ থেকে ৬ মণ। আর এই সরিষা বিক্রি করেই ইরি-বোরো আবাদের খরচ জোগাড় করেন অনেকে।

কিশোরগঞ্জ সদর থেকে সরিষা খেতে ঘুরতে আসা রুমন চক্রবর্তী বলেন, ‘প্রতি বছর এই মৌসুমে হলুদের এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমরা পরিবার পরিজন নিয়ে ছুটে আসি। শহরের ইট-পাথরের যান্ত্রিকতা ভুলিয়ে দেয় এই সৌন্দর্য।’

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন,

চলতি বছর কিশোরগঞ্জে ৮ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ১৪০ মেট্রিকটন। তবে আমাদের ধারণা চলতি বছর সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

ছাইফুল আরও বলেন, ভালো দাম পাওয়ায় সরিষা আবাদে আগ্রহ বাড়ছে এ অঞ্চলের কৃষকের। আগে রোপা আমন কাটার পর এ জমিগুলো পতিত থাকত। বেশ কিছু বছর ধরে রোপা আমন কাটার পর বোরো আবাদের মাঝামাঝি সময়ে সরিষার আবাদ হচ্ছে। এতে কৃষকেরা বাড়তি ফসল পাচ্ছেন। তা ছাড়া হলুদের সমারোহ দেখতে দর্শক ছুটে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত