বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০০৯ সালের পর এবারই ঈদ উপলক্ষে সর্বোচ্চসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে চলছে নতুন ৮টি সিনেমা। এবার একমাত্র নায়িকা হিসেবে দুটি সিনেমা মুক্তি পেয়েছে শবনম বুবলীর। তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’। লিডার সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন শাকিব খান। এটি এ জুটির ১২তম সিনেমা। অন্যদিকে লোকাল সিনেমায় আদরের বিপরীতে আলো ছড়িয়েছেন বুবলী। দুটি সিনেমাতেই বুবলীর অভিনয় প্রশংসিত হচ্ছে।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দুটি নিয়ে বুবলী বলেন, ‘দুটি সিনেমা নিয়ে দর্শকদের ভালোই আগ্রহ দেখছি। আমি আগেই বলেছি, সিনেমা দুটি আমার সন্তানের মতো। তো সন্তানের প্রশংসা যখন মানুষ করবে, তখন তো ভালো লাগবেই।’
দুই প্রজন্মের দুই অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে বুবলী বলেন, ‘শাকিব খান অনেক বছর ধরেই আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার। উনি এত ভালো একজন অভিনেতা যে তাঁর সঙ্গে কারও তুলনা চলে না। শাকিব খানের বিপরীতেই আমার চলচ্চিত্রে অভিষেক। তাঁর সঙ্গে এক ডজন সিনেমায় কাজ করেছি। দর্শকেরাও পছন্দ করেছেন আমাদের কেমিস্ট্রি। অন্যদিকে গত বছর তালাশ সিনেমায় আদর আজাদের সঙ্গে প্রথম আমাকে দেখেছেন দর্শক। প্রথম সিনেমাতেই দর্শক আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। লোকালেও সে ভালোবাসাটা পাচ্ছি। হলগুলো থেকে ভালো রেসপন্স পাচ্ছি।’
শাকিব-বুবলীর পর আদর-বুবলী কি নতুন জুটি হয়ে উঠছে? এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমার জুটি গড়ে ওঠা পরিচালক-প্রযোজকদের ওপর যতটা নির্ভর করে, ততটাই নির্ভর করে দর্শকদের ওপর। তাঁরা যখন কোনো জুটিকে ভালোবাসেন, তখন পরিচালক-প্রযোজকেরা সে জুটি নিয়ে বারবার কাজ করতে চান। কাজেই আদরের সঙ্গে জুটি হয়ে ওঠার বিষয়টি নির্ভর করছে সিনেমার সাফল্যের ওপর। দর্শক ভালোবাসলে জুটি হতেও পারে।’
ঈদের পরদিন থেকেই দুটি সিনেমার প্রচারে হল থেকে হলে ছুটে বেড়াচ্ছেন বুবলী। গতকাল লিডার: আমিই বাংলাদেশ সিনেমার প্রচারে বুবলী গিয়েছিলেন কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে এবং মানিকগঞ্জের নবীন সিনেমা হলে। সেখানে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত বেশ কিছু সিনেমা। এই তালিকায় রয়েছে ‘চাদর’, ‘প্রহেলিকা’, ‘মায়া দ্য লাভ’, ‘ক্যাসিনো’, ‘ছায়া’, ‘রিভেঞ্জ’। আগামী কোরবানি ঈদেও একাধিক সিনেমা মুক্তি পেতে পারে বুবলীর।
২০০৯ সালের পর এবারই ঈদ উপলক্ষে সর্বোচ্চসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে চলছে নতুন ৮টি সিনেমা। এবার একমাত্র নায়িকা হিসেবে দুটি সিনেমা মুক্তি পেয়েছে শবনম বুবলীর। তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’। লিডার সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন শাকিব খান। এটি এ জুটির ১২তম সিনেমা। অন্যদিকে লোকাল সিনেমায় আদরের বিপরীতে আলো ছড়িয়েছেন বুবলী। দুটি সিনেমাতেই বুবলীর অভিনয় প্রশংসিত হচ্ছে।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দুটি নিয়ে বুবলী বলেন, ‘দুটি সিনেমা নিয়ে দর্শকদের ভালোই আগ্রহ দেখছি। আমি আগেই বলেছি, সিনেমা দুটি আমার সন্তানের মতো। তো সন্তানের প্রশংসা যখন মানুষ করবে, তখন তো ভালো লাগবেই।’
দুই প্রজন্মের দুই অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে বুবলী বলেন, ‘শাকিব খান অনেক বছর ধরেই আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার। উনি এত ভালো একজন অভিনেতা যে তাঁর সঙ্গে কারও তুলনা চলে না। শাকিব খানের বিপরীতেই আমার চলচ্চিত্রে অভিষেক। তাঁর সঙ্গে এক ডজন সিনেমায় কাজ করেছি। দর্শকেরাও পছন্দ করেছেন আমাদের কেমিস্ট্রি। অন্যদিকে গত বছর তালাশ সিনেমায় আদর আজাদের সঙ্গে প্রথম আমাকে দেখেছেন দর্শক। প্রথম সিনেমাতেই দর্শক আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। লোকালেও সে ভালোবাসাটা পাচ্ছি। হলগুলো থেকে ভালো রেসপন্স পাচ্ছি।’
শাকিব-বুবলীর পর আদর-বুবলী কি নতুন জুটি হয়ে উঠছে? এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমার জুটি গড়ে ওঠা পরিচালক-প্রযোজকদের ওপর যতটা নির্ভর করে, ততটাই নির্ভর করে দর্শকদের ওপর। তাঁরা যখন কোনো জুটিকে ভালোবাসেন, তখন পরিচালক-প্রযোজকেরা সে জুটি নিয়ে বারবার কাজ করতে চান। কাজেই আদরের সঙ্গে জুটি হয়ে ওঠার বিষয়টি নির্ভর করছে সিনেমার সাফল্যের ওপর। দর্শক ভালোবাসলে জুটি হতেও পারে।’
ঈদের পরদিন থেকেই দুটি সিনেমার প্রচারে হল থেকে হলে ছুটে বেড়াচ্ছেন বুবলী। গতকাল লিডার: আমিই বাংলাদেশ সিনেমার প্রচারে বুবলী গিয়েছিলেন কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে এবং মানিকগঞ্জের নবীন সিনেমা হলে। সেখানে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত বেশ কিছু সিনেমা। এই তালিকায় রয়েছে ‘চাদর’, ‘প্রহেলিকা’, ‘মায়া দ্য লাভ’, ‘ক্যাসিনো’, ‘ছায়া’, ‘রিভেঞ্জ’। আগামী কোরবানি ঈদেও একাধিক সিনেমা মুক্তি পেতে পারে বুবলীর।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে