Ajker Patrika

দর্শকের ভালোবাসায় খুশি বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
দর্শকের ভালোবাসায় খুশি বুবলী

২০০৯ সালের পর এবারই ঈদ উপলক্ষে সর্বোচ্চসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে চলছে নতুন ৮টি সিনেমা। এবার একমাত্র নায়িকা হিসেবে দুটি সিনেমা মুক্তি পেয়েছে শবনম বুবলীর। তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’। লিডার সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন শাকিব খান। এটি এ জুটির ১২তম সিনেমা। অন্যদিকে লোকাল সিনেমায় আদরের বিপরীতে আলো ছড়িয়েছেন বুবলী। দুটি সিনেমাতেই বুবলীর অভিনয় প্রশংসিত হচ্ছে।

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দুটি নিয়ে বুবলী বলেন, ‘দুটি সিনেমা নিয়ে দর্শকদের ভালোই আগ্রহ দেখছি। আমি আগেই বলেছি, সিনেমা দুটি আমার সন্তানের মতো। তো সন্তানের প্রশংসা যখন মানুষ করবে, তখন তো ভালো লাগবেই।’

দুই প্রজন্মের দুই অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে বুবলী বলেন, ‘শাকিব খান অনেক বছর ধরেই আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার। উনি এত ভালো একজন অভিনেতা যে তাঁর সঙ্গে কারও তুলনা চলে না। শাকিব খানের বিপরীতেই আমার চলচ্চিত্রে অভিষেক। তাঁর সঙ্গে এক ডজন সিনেমায় কাজ করেছি। দর্শকেরাও পছন্দ করেছেন আমাদের কেমিস্ট্রি। অন্যদিকে গত বছর তালাশ সিনেমায় আদর আজাদের সঙ্গে প্রথম আমাকে দেখেছেন দর্শক। প্রথম সিনেমাতেই দর্শক আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। লোকালেও সে ভালোবাসাটা পাচ্ছি। হলগুলো থেকে ভালো রেসপন্স পাচ্ছি।’

শাকিব-বুবলীর পর আদর-বুবলী কি নতুন জুটি হয়ে উঠছে? এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমার জুটি গড়ে ওঠা পরিচালক-প্রযোজকদের ওপর যতটা নির্ভর করে, ততটাই নির্ভর করে দর্শকদের ওপর। তাঁরা যখন কোনো জুটিকে ভালোবাসেন, তখন পরিচালক-প্রযোজকেরা সে জুটি নিয়ে বারবার কাজ করতে চান। কাজেই আদরের সঙ্গে জুটি হয়ে ওঠার বিষয়টি নির্ভর করছে সিনেমার সাফল্যের ওপর। দর্শক ভালোবাসলে জুটি হতেও পারে।’

ঈদের পরদিন থেকেই দুটি সিনেমার প্রচারে হল থেকে হলে ছুটে বেড়াচ্ছেন বুবলী। গতকাল লিডার: আমিই বাংলাদেশ সিনেমার প্রচারে বুবলী গিয়েছিলেন কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে এবং মানিকগঞ্জের নবীন সিনেমা হলে। সেখানে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত বেশ কিছু সিনেমা। এই তালিকায় রয়েছে ‘চাদর’, ‘প্রহেলিকা’, ‘মায়া দ্য লাভ’, ‘ক্যাসিনো’, ‘ছায়া’, ‘রিভেঞ্জ’। আগামী কোরবানি ঈদেও একাধিক সিনেমা মুক্তি পেতে পারে বুবলীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত