বামবার ১২ ব্যান্ড নিয়ে মিউজিক ফেস্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ০৯: ২৪

প্রায় ৯ বছর আগের কথা। আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এ উৎসব। আইয়ুব বাচ্চু পরলোকে পাড়ি দিয়েছেন বছর চারেক হলো। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চলতি বছর থেকে আরও বৃহৎ পরিসরে আসছে এই ব্যান্ড ফেস্ট। এ উদ্যোগের সঙ্গে এবার যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা)।

গতকাল বুধবার দুপুরে সম্পন্ন হলো বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২-এর সমঝোতা স্বাক্ষর। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। দেশসেরা ব্যান্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘উল্লাসে, উচ্ছ্বাসে, তারুণ্যে—এ স্লোগান সামনে রেখে এখন থেকে বামবা-চ্যানেল আই মিউজিক ফেস্ট বৃহৎ আকার ধারণ করল।’

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, চ্যানেল আই দীর্ঘদিন ধরে আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক ডে হিসেবে পালন করে আসছে। এই আয়োজনকে আরও বড় পরিসরে উদ্‌যাপন করার জন্য চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হয়েছে বামবা।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রতিবছর ১ ডিসেম্বর দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট’। বামবার তালিকাভুক্ত ১২টি ব্যান্ড নিয়ে এ বছরের ২ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত