কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে, এমন মন্তব্য করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের আলোচনায়। ইউটিউবের সেই মন্তব্য নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে নির্বাচনী মাঠে।
ইতিমধ্যে ওই ঘটনায় নাজমুল আহসান কলিমুল্লাহসহ দুজন আলোচক ও সঞ্চালকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বাদী হয়ে গতকাল বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।
জানা গেছে, ইউটিউবে এক আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে জড়িয়ে মন্তব্যের জেরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ছাড়াও আলোচক মনিরুল হক চৌধুরী ও ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী বলেন, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী টক শোতে এ মন্তব্যর সমর্থন করেন। সঞ্চালক হাসিনা আক্তার ওই আলোচনায় ‘৬০ কোটি টাকা দিয়ে নমিনেশন ক্রয় করেছেন গডফাদার রিফাত’ শিরোনামে সংবাদ সামাজিক গণমাধ্যমে প্রচার করেন।
ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২ মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ আরও দুজন অংশ নেন। এ ঘটনায় কলিমুল্লাহ, মনিরুল ও হাসিনা আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মামলার বাদী আব্দুল্লা আল মাহমুদ সহিদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে অনেকে নীল নকশায় জড়িত হয়েছেন। আলোচনার নামে তাঁদের এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানহানিকর, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, কুসিক নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতসহ আমার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানি হয়েছে।’
কয়েকজন নেতা-কর্মী বলেন, ওই মন্তব্যের জেরে নির্বাচনী প্রচারমাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। নেতা-কর্মীরা এ নিয়ে ক্ষুব্ধ হয়ে আছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে, এমন মন্তব্য করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের আলোচনায়। ইউটিউবের সেই মন্তব্য নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে নির্বাচনী মাঠে।
ইতিমধ্যে ওই ঘটনায় নাজমুল আহসান কলিমুল্লাহসহ দুজন আলোচক ও সঞ্চালকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বাদী হয়ে গতকাল বুধবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।
জানা গেছে, ইউটিউবে এক আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে জড়িয়ে মন্তব্যের জেরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ছাড়াও আলোচক মনিরুল হক চৌধুরী ও ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী সাইমুম চৌধুরী বলেন, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে ১২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ‘প্রথমে ১৩ কোটি, তারপর ২০ কোটি, তারপর ৬০ কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন’ বলে ইউটিউবে প্রচারিত ওই টক শোতে মন্তব্য করেন কলিমুল্লাহ। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী টক শোতে এ মন্তব্যর সমর্থন করেন। সঞ্চালক হাসিনা আক্তার ওই আলোচনায় ‘৬০ কোটি টাকা দিয়ে নমিনেশন ক্রয় করেছেন গডফাদার রিফাত’ শিরোনামে সংবাদ সামাজিক গণমাধ্যমে প্রচার করেন।
ইউটিউবে ওই আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয় গত ২২ মে। সেখানে কলিমুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ আরও দুজন অংশ নেন। এ ঘটনায় কলিমুল্লাহ, মনিরুল ও হাসিনা আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মামলার বাদী আব্দুল্লা আল মাহমুদ সহিদ বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে অনেকে নীল নকশায় জড়িত হয়েছেন। আলোচনার নামে তাঁদের এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানহানিকর, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, কুসিক নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতসহ আমার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানি হয়েছে।’
কয়েকজন নেতা-কর্মী বলেন, ওই মন্তব্যের জেরে নির্বাচনী প্রচারমাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। নেতা-কর্মীরা এ নিয়ে ক্ষুব্ধ হয়ে আছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৫ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪