Ajker Patrika

এস্টেট অফিসের ভারপ্রাপ্ত পরিচালককে সাময়িক অব্যাহতি

ইবি প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৬: ০০
এস্টেট অফিসের ভারপ্রাপ্ত পরিচালককে সাময়িক অব্যাহতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কম্পিউটার, মনিটরসহ অফিসের বিভিন্ন যন্ত্রপাতি কেজি দরে বিক্রি করা এস্টেট অফিসের ভারপ্রাপ্ত পরিচালক টিপু সুলতানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোরে রক্ষিত অব্যবহৃত মালামাল বিক্রয়ের বিষয়ে শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিপু সুলতানকে দাপ্তরিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শোকজের জবাবে তাঁর ও তাঁর সহযোগীদের (উপরেজিস্ট্রার টিপু সুলতান, সহকারী রেজিস্ট্রার বকুল হোসেন, শাখা কর্মকর্তা উকিল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসেন) বক্তব্য ও ঘটনার বস্তুনিষ্ঠতা নিরূপণ এবং লেকের পাশের গাছ বিক্রির টাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফান্ডে জমা দেওয়ার বিষয়টি অনুসন্ধান করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানকে আহ্বায়ক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শৰ্মা ও গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।

গত ২৬ ও ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের স্টোর রুম থেকে ৫০ টাকা কেজি দরে ৪৩টি কম্পিউটার, ৪১ টাকা দরে সিপিইউ, নামমাত্র মূল্যে ফটোকপির মেশিন ও প্রিন্টার বিক্রি করা হয়। এ ঘটনায় টিপুসহ পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত