চাঁদা না পেয়ে ট্রলারে আগুন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪৯
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫৫

মানিকগঞ্জের হরিরামপুরে দাবি করা চাঁদার টাকা না পেয়ে পাটখড়িবোঝাই একটি ট্রলারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহাদুরপুর বাজার এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

ট্রলারে থাকা কয়েকজন শ্রমিক ও মাঝি জানান, হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর ঘাট এলাকায় পাটখড়িবোঝাই ট্রলারটি পৌঁছালে বাহাদুরপুর বাজার থেকে তিনটি ট্রলারে করে ৯-১০ জন এসে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। ২ হাজার ২০০ টাকা দিলে তাঁরা মাঝি আক্কাসকে মারপিট করেন। পাটখড়িতে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়েন।

ওই ট্রলারের শ্রমিক সাদ্দাম হোসেন বলেন, ট্রলার পুড়ে ১০-১২ লাখ এবং পাটখড়ি পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়ন ও গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুরের কয়েকটি গ্রুপ চাঁদাবাজি করে।’
গোপীনাথপুর ইউপি  চেয়ারম্যান আব্দুল মতিন লাভলু বলেন, ‘আমি সকাল থেকে উপজেলা পরিষদে আছি। এ বিষয়ে জানি না।’

হরিরামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পাটখড়িবোঝাই ট্রলারে আগুন জ্বলতে দেখি। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’ হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত