সবাই এক মতে না পৌঁছালে কষ্ট বৃথা যাবে

যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ২৪
Thumbnail image

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমরা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি। নিজেদের দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের সপক্ষের দাবি করি। আমাদেরই শুধু জয় বাংলা বললে হবে না। আমাদের আত্মীয়-পরিজনও যেন এ মত পোষণ করে। আমরা সবাই এক মতে পৌঁছাতে না পারলে, আমাদের কষ্ট বৃথা যাবে।’

গতকাল সোমবার যশোর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক স্মৃতিচারণ করে বলেন, ‘সারা দেশের মানুষ আশঙ্কার মধ্যে ছিল। তখন বেতারের মাধ্যমে আমরা সবাই শুনতে পাই, পাকিস্তানি হানাদার বাহিনী যশোরে আত্মসমর্পণ করেছে। তখন সারা দেশের মানুষ বিজয়োল্লাসে মেতে ওঠে। সেদিনটি বাঙালি জাতির গৌরবের দিন।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের একটি ডিজিটাল পরিচয়পত্র দেব। সেটি সম্পন্ন হলে আর বিভ্রান্তি তৈরি হবে না। ভুয়া মুক্তিযোদ্ধা গজিয়ে উঠবে না। তৈরি হবে না সংঘাত।’

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাচা মিয়া, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সাবেক সাংসদ মনিরুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

পরে ৭ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার আলী হোসেন মনি, উপ-অধিনায়ক অ্যাডভোকেট রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মন্টু, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, এ কে এম খয়রাত হোসেন।

এদিকে যশোর মুক্ত দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত