যশোর প্রতিনিধি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমরা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি। নিজেদের দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের সপক্ষের দাবি করি। আমাদেরই শুধু জয় বাংলা বললে হবে না। আমাদের আত্মীয়-পরিজনও যেন এ মত পোষণ করে। আমরা সবাই এক মতে পৌঁছাতে না পারলে, আমাদের কষ্ট বৃথা যাবে।’
গতকাল সোমবার যশোর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক স্মৃতিচারণ করে বলেন, ‘সারা দেশের মানুষ আশঙ্কার মধ্যে ছিল। তখন বেতারের মাধ্যমে আমরা সবাই শুনতে পাই, পাকিস্তানি হানাদার বাহিনী যশোরে আত্মসমর্পণ করেছে। তখন সারা দেশের মানুষ বিজয়োল্লাসে মেতে ওঠে। সেদিনটি বাঙালি জাতির গৌরবের দিন।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের একটি ডিজিটাল পরিচয়পত্র দেব। সেটি সম্পন্ন হলে আর বিভ্রান্তি তৈরি হবে না। ভুয়া মুক্তিযোদ্ধা গজিয়ে উঠবে না। তৈরি হবে না সংঘাত।’
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাচা মিয়া, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সাবেক সাংসদ মনিরুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
পরে ৭ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার আলী হোসেন মনি, উপ-অধিনায়ক অ্যাডভোকেট রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মন্টু, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, এ কে এম খয়রাত হোসেন।
এদিকে যশোর মুক্ত দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমরা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি। নিজেদের দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের সপক্ষের দাবি করি। আমাদেরই শুধু জয় বাংলা বললে হবে না। আমাদের আত্মীয়-পরিজনও যেন এ মত পোষণ করে। আমরা সবাই এক মতে পৌঁছাতে না পারলে, আমাদের কষ্ট বৃথা যাবে।’
গতকাল সোমবার যশোর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক স্মৃতিচারণ করে বলেন, ‘সারা দেশের মানুষ আশঙ্কার মধ্যে ছিল। তখন বেতারের মাধ্যমে আমরা সবাই শুনতে পাই, পাকিস্তানি হানাদার বাহিনী যশোরে আত্মসমর্পণ করেছে। তখন সারা দেশের মানুষ বিজয়োল্লাসে মেতে ওঠে। সেদিনটি বাঙালি জাতির গৌরবের দিন।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাদের একটি ডিজিটাল পরিচয়পত্র দেব। সেটি সম্পন্ন হলে আর বিভ্রান্তি তৈরি হবে না। ভুয়া মুক্তিযোদ্ধা গজিয়ে উঠবে না। তৈরি হবে না সংঘাত।’
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাচা মিয়া, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সাবেক সাংসদ মনিরুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
পরে ৭ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার আলী হোসেন মনি, উপ-অধিনায়ক অ্যাডভোকেট রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মন্টু, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, এ কে এম খয়রাত হোসেন।
এদিকে যশোর মুক্ত দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪