টাঙ্গাইল প্রতিনিধি
মাঘ মাসের বৃষ্টিতে টাঙ্গাইলের জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার মাঝরাতের পর থেকে গতকাল শুক্রবার সারা দিনই বৃষ্টিতে নাকাল হয়েছে জেলাবাসী। বিশেষ করে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজনের। আবহাওয়া অফিস বলছে আজ শনিবার দুপুর পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে দুর্ভোগ আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে।
জেলা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে শহরের বিভিন্ন স্থানে দেখা যায়, বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। বেলা আড়াইটার দিকে কথা হয় মোস্তফা নামে এক অটোরিকশা চালকের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিদিন অটো চালিয়ে আমার ভালোই আয় হতো। কিন্তু বৃষ্টির কারণে লোকজন কম থাকায় তেমন যাত্রী পাচ্ছি না। তার ওপর বৃষ্টিতে ভিজে খুব শীত করছে।’
বেলা ১১টার দিকে কথা হয় পার্কবাজারে বাজার করতে আসা মো. ছানোয়ার হোসেন নামের এক চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, সপ্তাহে ৬ দিন অফিস করতে হয়। বাজার ঘাটসহ প্রয়োজনীয় কাজ শুক্রবার করি। সকালে বৃষ্টি কম থাকায় বাজারে আসি। পরে বৃষ্টির মাত্রা বেড়ে গেলে ভিজেই বাজার করতে হয়েছে। এতে আমার অনেক সমস্যা হয়েছে। আমার মতো আরও যারা বাজার করতে এসেছেন তারাও একই সমস্যার সম্মুখীন হয়েছেন।’
একই অবস্থা যাঁরা বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হয়েছেন তাঁদেরও। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা পয়েন্টে অনেক যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বৃষ্টির কারণে তাঁরা যেতে পারছেন না নির্দিষ্ট গন্তব্যে।
এ বিষয়ে টাঙ্গাইল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
মাঘ মাসের বৃষ্টিতে টাঙ্গাইলের জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার মাঝরাতের পর থেকে গতকাল শুক্রবার সারা দিনই বৃষ্টিতে নাকাল হয়েছে জেলাবাসী। বিশেষ করে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজনের। আবহাওয়া অফিস বলছে আজ শনিবার দুপুর পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে দুর্ভোগ আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে।
জেলা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে শহরের বিভিন্ন স্থানে দেখা যায়, বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। বেলা আড়াইটার দিকে কথা হয় মোস্তফা নামে এক অটোরিকশা চালকের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিদিন অটো চালিয়ে আমার ভালোই আয় হতো। কিন্তু বৃষ্টির কারণে লোকজন কম থাকায় তেমন যাত্রী পাচ্ছি না। তার ওপর বৃষ্টিতে ভিজে খুব শীত করছে।’
বেলা ১১টার দিকে কথা হয় পার্কবাজারে বাজার করতে আসা মো. ছানোয়ার হোসেন নামের এক চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, সপ্তাহে ৬ দিন অফিস করতে হয়। বাজার ঘাটসহ প্রয়োজনীয় কাজ শুক্রবার করি। সকালে বৃষ্টি কম থাকায় বাজারে আসি। পরে বৃষ্টির মাত্রা বেড়ে গেলে ভিজেই বাজার করতে হয়েছে। এতে আমার অনেক সমস্যা হয়েছে। আমার মতো আরও যারা বাজার করতে এসেছেন তারাও একই সমস্যার সম্মুখীন হয়েছেন।’
একই অবস্থা যাঁরা বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হয়েছেন তাঁদেরও। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা পয়েন্টে অনেক যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু বৃষ্টির কারণে তাঁরা যেতে পারছেন না নির্দিষ্ট গন্তব্যে।
এ বিষয়ে টাঙ্গাইল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে