বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁ প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ২৯
Thumbnail image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজম আলী (৬৫) এবং তাঁর স্ত্রী জমেলা বেগম। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

জানা যায়, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে নতুন ঘরের ফ্লোরে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে তাঁরা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাঁদের উদ্ধার করে। এ দিকে একসঙ্গে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। বিপুলসংখ্যক জনগণ নিহতদের লাশ একনজর দেখতে ভিড় করছেন।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত