Ajker Patrika

কচুয়ায় আগুনে পুড়ে গেছে ৪ দোকান

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ২১
কচুয়ায় আগুনে পুড়ে গেছে ৪ দোকান

চাঁদপুরের কচুয়ায় আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপরে সাচার বাজারের আকবর মোটরসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

কচুয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সাচার বাজারের আকবর মোটরসাইকেল গ্যারেজ থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এতে সাইফুল ধানের আড়ত, আকিমের ফার্নিচারের দোকান, হালিমের হোমিওপ্যাথিক ওষুধের দোকান ও আকবরের মোটরসাইকেলের গ্যারেজ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, এ অগ্নিকাণ্ডের ফলে তাঁদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

কচুয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রুবেল পাটোওয়ারী বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত