Ajker Patrika

খনি সচলের দাবিতে আন্দোলনে যাচ্ছেন পাথর ব্যবসায়ীরা

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫: ৩৮
খনি সচলের দাবিতে আন্দোলনে যাচ্ছেন পাথর ব্যবসায়ীরা

পাথর খনি সচলের দাবিতে আন্দোলনে যাচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। গতকাল শনিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মো. আবুল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন ব্যবসায়ী নেতা হাজী মো. আব্দুল মান্নান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, সংগঠনের সহসভাপতি আব্দুর রউফ, কোষাধ্যক্ষ হোসেন নূর, ইউপি সদস্য আজিম উদ্দিন, উৎমা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সংগঠনের সদস্য মোশারফ হোসেন, ফজর উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভোলাগঞ্জসহ উপজেলার পাথর খনিগুলো থেকে যুগ যুগ ধরে শ্রমিকেরা পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করছেন। কয়েক বছর ধরে পাথর উত্তোলন বন্ধ থাকায় শ্রমজীবী মানুষ মানবেতর জীবন-যাপন করছে। লাখো শ্রমিকের পরিবার অনাহারে-অর্ধাহারে দিন পার করছে। পাথর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হাজারো ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত