আজকের পত্রিকা ডেস্ক
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীর এক সমর্থককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কালীগঞ্জে বোমা হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। এ ছাড়া আরও কয়েকটি জায়গায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত।
মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দিত এলাকায় গত রোববার রাতে নিহত হন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আফসার উদ্দিনের সমর্থক আব্দুল হক। এ ঘটনার জেরে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের
সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আব্দুল হকের স্ত্রী কল্পনা অভিযোগ করেন, রোববার রাত আটটার দিকে আব্দুল হকের বাড়িতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের সমর্থক সামসুদ্দিন হাওলাদার ও তাঁর স্ত্রী জেসমিনের নেতৃত্বে তাঁদের কর্মী-সমর্থকেরা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর বাড়িতে ঢুকে আব্দুল হককে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়।
স্থানীয় সূত্র বলেছে, আব্দুল হকের বাড়িতে হামলার সময় ও তারপর দুই পক্ষের সংঘর্ষে এবং আত্মরক্ষার্থে দৌড়ে পালানোর সময় আহত হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। মুন্সিগঞ্জ সদর হাসপাতাল সূত্র বলেছে, সেখানে চিকিৎসা নিতে যাওয়া গুলিবিদ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে।
বোমায় আহত প্রার্থী
সাতক্ষীরা কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শ্যামলী রানী অধিকারী রোববার রাতে নেঙ্গী এলাকায় নির্বাচনী পথসভা শেষে বাড়ি ফিরছিলেন। পথে কৃষ্ণনগর শ্মশান ঘাট এলাকায় তাঁদের ওপর বোমা হামলা। এতে শ্যামলী রানী আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ ছাড়া আহত হয় আরও চারজন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্বাচনী কার্যালয় ভাঙচুর, সংঘর্ষ
যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল সরদারের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী বাবলু সাহার নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও নৌকার তিন সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নের মালঞ্চী গ্রামে ঘটনাটি ঘটেছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারীর কর্মীরা নৌকার প্রতীক পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। উপাদী দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. গোলাম মোস্তফার অভিযোগ, ঘটনাটি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারীর কর্মীরাই ঘটিয়েছেন।
যশোরের মনিরামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গত রোববার মধ্যরাতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শফিউল আলমের প্রচারে গত রোববার দুপুরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় চার-পাঁচজন কর্মী আহত হন। এর আগে গত শনিবার রাতে এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুর কুতুবুল আলমের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
সিরাজগঞ্জ বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জিল্লুর রহমানের বিরুদ্ধে রোববার রাতে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিনের প্রচারে হামলা চালিয়ে চারজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নে রোববার দিবাগত গভীর রাতে আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে সাহাপুরে ইউনিয়নে নৌকার সমর্থক ও দলীয় নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী আকাল সরদারের অভিযোগ, দলের বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেনের সমর্থকেরা ওই আগুন দিয়েছেন। এদিকে পাবনার সাঁথিয়ায় আর আতাইকুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আর আতাইকুলা ইউনিয়নের আতাইকুলা বাজারের পাশে রঘুনাথপুর কলেজপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীর এক সমর্থককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরার কালীগঞ্জে বোমা হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। এ ছাড়া আরও কয়েকটি জায়গায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত।
মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দিত এলাকায় গত রোববার রাতে নিহত হন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আফসার উদ্দিনের সমর্থক আব্দুল হক। এ ঘটনার জেরে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের
সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আব্দুল হকের স্ত্রী কল্পনা অভিযোগ করেন, রোববার রাত আটটার দিকে আব্দুল হকের বাড়িতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের সমর্থক সামসুদ্দিন হাওলাদার ও তাঁর স্ত্রী জেসমিনের নেতৃত্বে তাঁদের কর্মী-সমর্থকেরা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর বাড়িতে ঢুকে আব্দুল হককে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়।
স্থানীয় সূত্র বলেছে, আব্দুল হকের বাড়িতে হামলার সময় ও তারপর দুই পক্ষের সংঘর্ষে এবং আত্মরক্ষার্থে দৌড়ে পালানোর সময় আহত হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। মুন্সিগঞ্জ সদর হাসপাতাল সূত্র বলেছে, সেখানে চিকিৎসা নিতে যাওয়া গুলিবিদ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে।
বোমায় আহত প্রার্থী
সাতক্ষীরা কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শ্যামলী রানী অধিকারী রোববার রাতে নেঙ্গী এলাকায় নির্বাচনী পথসভা শেষে বাড়ি ফিরছিলেন। পথে কৃষ্ণনগর শ্মশান ঘাট এলাকায় তাঁদের ওপর বোমা হামলা। এতে শ্যামলী রানী আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ ছাড়া আহত হয় আরও চারজন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্বাচনী কার্যালয় ভাঙচুর, সংঘর্ষ
যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল সরদারের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী বাবলু সাহার নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও নৌকার তিন সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নের মালঞ্চী গ্রামে ঘটনাটি ঘটেছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারীর কর্মীরা নৌকার প্রতীক পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। উপাদী দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. গোলাম মোস্তফার অভিযোগ, ঘটনাটি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারীর কর্মীরাই ঘটিয়েছেন।
যশোরের মনিরামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গত রোববার মধ্যরাতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শফিউল আলমের প্রচারে গত রোববার দুপুরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় চার-পাঁচজন কর্মী আহত হন। এর আগে গত শনিবার রাতে এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুর কুতুবুল আলমের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
সিরাজগঞ্জ বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জিল্লুর রহমানের বিরুদ্ধে রোববার রাতে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিনের প্রচারে হামলা চালিয়ে চারজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নে রোববার দিবাগত গভীর রাতে আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে সাহাপুরে ইউনিয়নে নৌকার সমর্থক ও দলীয় নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী আকাল সরদারের অভিযোগ, দলের বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেনের সমর্থকেরা ওই আগুন দিয়েছেন। এদিকে পাবনার সাঁথিয়ায় আর আতাইকুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আর আতাইকুলা ইউনিয়নের আতাইকুলা বাজারের পাশে রঘুনাথপুর কলেজপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে