বিনোদন প্রতিবেদক, ঢাকা
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতের স্বাধীনতাসংগ্রামে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার কথা প্রায় সবারই জানা। প্রীতিলতার আত্মাহুতির প্রায় ৯০ বছর পর এই প্রথম তাঁকে নিয়ে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হয়েছে। সিনেমার নাম ‘বীরকন্যা প্রীতিলতা’, বানিয়েছেন প্রদীপ ঘোষ। এতে প্রীতিলতা হয়ে হাজির হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। নভেম্বরের তৃতীয় অথবা শেষ সপ্তাহে মুক্তি পাবে দেশজুড়ে। তার আগে আগামীকাল শুরু হচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’র আনুষ্ঠানিক প্রচার।
নির্মাতা প্রদীপ ঘোষ জানিয়েছেন, প্রীতিলতার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকেই শুরু হচ্ছে সিনেমার প্রচারের কাজ। আগামীকাল দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারও থাকবেন অনুষ্ঠানে।
এরপর ৫ নভেম্বর ঢাকার জাতীয় জাদুঘরে প্রকাশ করা হবে ‘বীরকন্যা প্রীতিলতা’র ট্রেলার ও একটি গান। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমাটির প্রচারণার পরিকল্পনা করেছেন নির্মাতা। প্রদীপ ঘোষ জানিয়েছেন, শিক্ষার্থীরা যাতে সিনেমাটি সহজে দেখতে পারে, সে জন্য বিশেষ উদ্যোগ হাতে নিয়েছেন তাঁরা। যেকোনো হলে শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম অর্ধেক রাখার কথা ভাবা হয়েছে।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে তৈরি হয়েছে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি। পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ‘প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছেন এ উপমহাদেশের প্রথম নারী শহীদ। সেই ১৯৩০-এর দশকের যে আগুন সময়, সেই সময়ে নারীরা যে বড় বিদ্রোহ করতে পারে, একটা ভয়াবহ যুদ্ধে শামিল হতে পারে; প্রীতিলতার সেই শক্তি-সাহসের গল্পটিই আমরা এখানে তুলে এনেছি।’
বীরকন্যা প্রীতিলতার শুটিং শুরুর আগে প্রস্তুতির জন্য কয়েক মাসের বিরতি নিয়েছিলেন তিশা। তিনি বলেন, ‘যেকোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে অনেক বড় একটা দায়িত্ব কাঁধে চলে আসে। প্রীতিলতা কী করেছেন, তা জানতাম কিন্তু তিনি কীভাবে কথা বলতেন, কীভাবে চলতেন—এসব বিষয়ে অবগত নই। ওই সময়ের কোনো ভিডিও রেফারেন্সও নেই। ফলে এ চরিত্র ফুটিয়ে তোলা বেশ কঠিন ছিল। তবে আমরা সবাই মিলে নিখুঁত কিছু করার চেষ্টা করেছি।’
প্রীতিলতার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকেই শুরু হচ্ছে সিনেমার প্রচারের কাজ। আগামীকাল দুপুর ১২টা ৩০ মিনিটে কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতের স্বাধীনতাসংগ্রামে তাঁর উল্লেখযোগ্য ভূমিকার কথা প্রায় সবারই জানা। প্রীতিলতার আত্মাহুতির প্রায় ৯০ বছর পর এই প্রথম তাঁকে নিয়ে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হয়েছে। সিনেমার নাম ‘বীরকন্যা প্রীতিলতা’, বানিয়েছেন প্রদীপ ঘোষ। এতে প্রীতিলতা হয়ে হাজির হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। নভেম্বরের তৃতীয় অথবা শেষ সপ্তাহে মুক্তি পাবে দেশজুড়ে। তার আগে আগামীকাল শুরু হচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’র আনুষ্ঠানিক প্রচার।
নির্মাতা প্রদীপ ঘোষ জানিয়েছেন, প্রীতিলতার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকেই শুরু হচ্ছে সিনেমার প্রচারের কাজ। আগামীকাল দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারও থাকবেন অনুষ্ঠানে।
এরপর ৫ নভেম্বর ঢাকার জাতীয় জাদুঘরে প্রকাশ করা হবে ‘বীরকন্যা প্রীতিলতা’র ট্রেলার ও একটি গান। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমাটির প্রচারণার পরিকল্পনা করেছেন নির্মাতা। প্রদীপ ঘোষ জানিয়েছেন, শিক্ষার্থীরা যাতে সিনেমাটি সহজে দেখতে পারে, সে জন্য বিশেষ উদ্যোগ হাতে নিয়েছেন তাঁরা। যেকোনো হলে শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম অর্ধেক রাখার কথা ভাবা হয়েছে।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে তৈরি হয়েছে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি। পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ‘প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছেন এ উপমহাদেশের প্রথম নারী শহীদ। সেই ১৯৩০-এর দশকের যে আগুন সময়, সেই সময়ে নারীরা যে বড় বিদ্রোহ করতে পারে, একটা ভয়াবহ যুদ্ধে শামিল হতে পারে; প্রীতিলতার সেই শক্তি-সাহসের গল্পটিই আমরা এখানে তুলে এনেছি।’
বীরকন্যা প্রীতিলতার শুটিং শুরুর আগে প্রস্তুতির জন্য কয়েক মাসের বিরতি নিয়েছিলেন তিশা। তিনি বলেন, ‘যেকোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে অনেক বড় একটা দায়িত্ব কাঁধে চলে আসে। প্রীতিলতা কী করেছেন, তা জানতাম কিন্তু তিনি কীভাবে কথা বলতেন, কীভাবে চলতেন—এসব বিষয়ে অবগত নই। ওই সময়ের কোনো ভিডিও রেফারেন্সও নেই। ফলে এ চরিত্র ফুটিয়ে তোলা বেশ কঠিন ছিল। তবে আমরা সবাই মিলে নিখুঁত কিছু করার চেষ্টা করেছি।’
প্রীতিলতার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকেই শুরু হচ্ছে সিনেমার প্রচারের কাজ। আগামীকাল দুপুর ১২টা ৩০ মিনিটে কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে