আমাদের এখানেও বাংলাদেশের নাটক জনপ্রিয়

শিহাব আহমেদ
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫: ৩১
Thumbnail image

দুই বছর আগে বাংলাদেশের সিনেমায় অভিষেক হয়েছে পশ্চিমবঙ্গের দর্শনা বণিকের। সিনেমার পর বাংলাদেশের নাটকে অভিনয় করলেন দর্শনা। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত রাফাত মজুমদার রিংকুর ‘ইতিবৃত্ত’ নাটকে দেখা গেছে তাঁকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে দর্শনা অভিনীত ওয়েব ফিল্ম ‘কলকাতা ডায়েরিজ’। প্রথমবার বাংলাদেশের নাটকে অভিনয়, নতুন ওয়েব ফিল্ম ও অন্যান্য বিষয়ে দর্শনার সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ

প্রথমবার নাটকে অভিনয় করলেন। মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন? 
‘ইতিবৃত্ত’ দিয়ে বাংলাদেশের নাটকে প্রথম অভিনয় করা হলো। ইউটিউবে রিলিজের পর অনেক সাড়া পাচ্ছি। প্রায় ৩০ লাখ ভিউ হয়েছে। নাটকের পোস্টার যখন বের হয়েছিল, তখন থেকেই মানুষের মনে একটা আগ্রহ তৈরি হয়েছিল। তবে টেনশনে ছিলাম রিলিজের সময়। সে সময়টাতে আমি যুক্তরাষ্ট্রে ছিলাম। কিন্তু রিলিজের পর এত শুভেচ্ছা পেয়েছি, যেটা প্রত্যাশার চেয়েও বেশি।

আপনি তো সিনেমার মানুষ, নাটকের সঙ্গে যুক্ত হলেন কীভাবে? 
অভিনয়শিল্পী হিসেবে আমার সবকিছু এক্সপ্লোর করতে ভালো লাগে। তাই নাটকে যুক্ত হওয়া। এ ছাড়া আমাদের এখানেও বাংলাদেশের নাটক অনেক জনপ্রিয়। আমার পরিবারের সবাই এখানকার নাটক দেখে। তাঁরা বলতেন, বাংলাদেশের নাটকে অভিনয় করতে পারিস। আমিও ভাবতাম, একটি নাটকে হলেও অভিনয় করব। ইতিবৃত্তের গল্পটি যখন শুনলাম, তখন মনে হয়েছিল, এ রকম পজিটিভ নাটকে অভিনয় করাই যায়।

নাটকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে? 
এখনো বলতে পারছি না। আমি যেহেতু সিনেমা ও সিরিজের মানুষ, আমার ফোকাসটা সেদিকেই থাকবে। তবে ভালো গল্প ও ভালো টিম হলে আবারও দেখা যেতে পারে।

শিগগিরই বঙ্গতে আপনার অভিনীত বাংলাদেশের ওয়েব ফিল্ম ‘কলকাতা ডায়েরিজ’ মুক্তি পাচ্ছে। তার গল্পটি কেমন?
গল্পটি খুব ফানি। আবার থ্রিলারও আছে। সম্পর্কের গল্প আছে, বন্ধুত্বের গল্প আছে। এতে আরও আছেন শ্রীলেখা মিত্র ও সিফাত আমিন। পরিচালনা করেছেন রাশেদ রাহা। 

আপনার চরিত্রটি কেমন? 
আমার চরিত্রটি আজকালের মেয়েদের মতোই। হলিউডের ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা’ সিনেমায় অ্যান হ্যাথাওয়ের চরিত্রের সঙ্গে চরিত্রটির মিল খুঁজে পেয়েছি। এখানে আমাকে প্রেমিকা নয়, বন্ধুর চরিত্রে দেখতে পারবে সবাই। এ ছাড়া শ্রীলেখাদির চরিত্রটি বেশ শক্তিশালী। অন্যদিকে এটি সিফাত আমিনের প্রথম ওয়েব সিনেমা। সে খুব ভালো করার চেষ্টা করেছে। 

বাংলাদেশে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন আপনি। ভারতীয় ইন্ডাস্ট্রির সঙ্গে কী পার্থক্য দেখলেন?
তেমন কোনো পার্থক্য আমার চোখে পড়েনি। আমার কাজ ক্যামেরার সামনে চরিত্র অনুযায়ী পারফর্ম করা। সেটাই সব সময় করার চেষ্টা করি। এখনকার সময়ের নির্মাতারা কাজের ব্যাপারে খুব যত্নশীল। তাঁরা জানেন, পর্দায় কী দেখাতে চাচ্ছেন।

সম্প্রতি ভারতে বাংলাদেশের ‘তুফান’ মুক্তি পেয়েছে। সিনেমার প্রিমিয়ারে আপনি উপস্থিত ছিলেন। কেমন লাগল সিনেমাটি?
তুফান অ্যাকশন ঘরানার সিনেমা। একটি বাণিজ্যিক সিনেমায় যা থাকা দরকার, তার সবকিছুই আছে। তুফান বাংলাদেশে ঝড় তুলেছে। কলকাতায় গানগুলো সুপারহিট। সিনেমার সাফল্য পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। 

শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন। সেই সিনেমার মুক্তির কোনো আপডেট জানেন কি?
শুনেছি মুক্তির প্রক্রিয়া চলছে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার আগে এ বিষয়ে কিছু বলতে পারছি না।

বাংলাদেশে আর কোনো কাজ করছেন? 
নতুন কাজের কথা হচ্ছে। সেটা আনুষ্ঠানিকভাবে জানালেই ভালো হয়। তা ছাড়া কাজ শেষ করা না পর্যন্ত নতুন প্রজেক্ট নিয়ে কথা বলায় বারণ থাকে।

ভারতে কী কী কাজ নিয়ে ব্যস্ত আছেন?
১৯ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘সূর্য’। এতে আমার সঙ্গে আছেন বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। পরিচালক শিলাদিত্য মৌলিক। আমি নিজেকে একটু পরিবর্তন করতে চাইছিলাম। এই সিনেমার চরিত্রটা সেই সুযোগ করে দিয়েছে। এত রকম শেড আছে গল্পে, বাংলা সিনেমায় যা সচরাচর দেখা যায় না। আর রয়েছে মিষ্টি প্রেম। এ ছাড়া বাংলা, হিন্দি, ভোজপুরি সিনেমায় কাজ করেছি।

বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত