ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাজাখাস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে কাজাকরা। ফ্রান্সের বিশাল জয়ে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আর একবার করে লক্ষ্যভেদ করেছেন আন্দ্রে র্যাবিও ও আতোয়াঁন গ্রিজমান। এ জয়ে কাতার বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে ফ্রান্স।
ফ্রান্সের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক করার পথে এমবাপ্পে শুরুটা করেন ম্যাচের ৬ মিনিটে। ১২ মিনিটে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন এই পিএসজি তারকা। ম্যাচের ৩২ মিনিটে কিংসলে কোমানের অ্যাসিস্টে হ্যাটট্রিক গোলটিও পেয়ে যান এমবাপ্পে।
তিন গোলের প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক পিএসজি। ৫৫ ও ৫৯ মিনিটে গোল ব্যবধান ৫-০ করেন রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা। এরপর র্যাবিও ও গ্রিজমানও লক্ষ্যভেদ করেন। আর ৮৭ মিনিটে নিজের চতুর্থ ও ম্যাচের ৮ম গোল আদায় করে নেন এমবাপ্পে। এ গোলে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন এমবাপ্পে। ১৯৫৮ সালের পর এই প্রথম ফ্রান্সের জার্সিতে চার গোল করার কীর্তি গড়ে দেখালেন। সেবার পশ্চিম জার্মানির বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি জাস্ট ফন্টেইন।
দুর্দান্ত এ জয়ের পর উচ্ছ্বসিত ফরাসি কোচ বলেন, ‘আমরা সবাই আনন্দিত। আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। আমি নিখুঁত খেলার কথা বলব না। কারণ, আমরা শুধু তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি।’
একই রাতে বিশ্বকাপের টিকিট কেটেছে বেলজিয়ামও। এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। বেলজিয়ামের হয়ে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ান বেনটেকে, কারাসকো আর থোরগান হ্যাজার্ড।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাজাখাস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে কাজাকরা। ফ্রান্সের বিশাল জয়ে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আর একবার করে লক্ষ্যভেদ করেছেন আন্দ্রে র্যাবিও ও আতোয়াঁন গ্রিজমান। এ জয়ে কাতার বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে ফ্রান্স।
ফ্রান্সের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক করার পথে এমবাপ্পে শুরুটা করেন ম্যাচের ৬ মিনিটে। ১২ মিনিটে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন এই পিএসজি তারকা। ম্যাচের ৩২ মিনিটে কিংসলে কোমানের অ্যাসিস্টে হ্যাটট্রিক গোলটিও পেয়ে যান এমবাপ্পে।
তিন গোলের প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক পিএসজি। ৫৫ ও ৫৯ মিনিটে গোল ব্যবধান ৫-০ করেন রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা। এরপর র্যাবিও ও গ্রিজমানও লক্ষ্যভেদ করেন। আর ৮৭ মিনিটে নিজের চতুর্থ ও ম্যাচের ৮ম গোল আদায় করে নেন এমবাপ্পে। এ গোলে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন এমবাপ্পে। ১৯৫৮ সালের পর এই প্রথম ফ্রান্সের জার্সিতে চার গোল করার কীর্তি গড়ে দেখালেন। সেবার পশ্চিম জার্মানির বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি জাস্ট ফন্টেইন।
দুর্দান্ত এ জয়ের পর উচ্ছ্বসিত ফরাসি কোচ বলেন, ‘আমরা সবাই আনন্দিত। আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। আমি নিখুঁত খেলার কথা বলব না। কারণ, আমরা শুধু তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি।’
একই রাতে বিশ্বকাপের টিকিট কেটেছে বেলজিয়ামও। এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। বেলজিয়ামের হয়ে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ান বেনটেকে, কারাসকো আর থোরগান হ্যাজার্ড।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে