Ajker Patrika

ফ্রান্সের আটে এমবাপ্পের চার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১২: ১৬
ফ্রান্সের আটে এমবাপ্পের চার

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাজাখাস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছে কাজাকরা। ফ্রান্সের বিশাল জয়ে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আর একবার করে লক্ষ্যভেদ করেছেন আন্দ্রে র‍্যাবিও ও আতোয়াঁন গ্রিজমান। এ জয়ে কাতার বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে ফ্রান্স।

ফ্রান্সের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক করার পথে এমবাপ্পে শুরুটা করেন ম্যাচের ৬ মিনিটে। ১২ মিনিটে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন এই পিএসজি তারকা। ম্যাচের ৩২ মিনিটে কিংসলে কোমানের অ্যাসিস্টে হ্যাটট্রিক গোলটিও পেয়ে যান এমবাপ্পে।

তিন গোলের প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক পিএসজি। ৫৫ ও ৫৯ মিনিটে গোল ব্যবধান ৫-০ করেন রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা। এরপর র‍্যাবিও ও গ্রিজমানও লক্ষ্যভেদ করেন। আর ৮৭ মিনিটে নিজের চতুর্থ ও ম্যাচের ৮ম গোল আদায় করে নেন এমবাপ্পে। এ গোলে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন এমবাপ্পে। ১৯৫৮ সালের পর এই প্রথম ফ্রান্সের জার্সিতে চার গোল করার কীর্তি গড়ে দেখালেন। সেবার পশ্চিম জার্মানির বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি জাস্ট ফন্টেইন।

দুর্দান্ত এ জয়ের পর উচ্ছ্বসিত ফরাসি কোচ বলেন, ‘আমরা সবাই আনন্দিত। আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। আমি নিখুঁত খেলার কথা বলব না। কারণ, আমরা শুধু তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি।’

একই রাতে বিশ্বকাপের টিকিট কেটেছে বেলজিয়ামও। এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। বেলজিয়ামের হয়ে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ান বেনটেকে, কারাসকো আর থোরগান হ্যাজার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত