Ajker Patrika

৬ গ্রামের ভরসা সাঁকো

প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪১
৬ গ্রামের ভরসা সাঁকো

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মোহনতলা উচ্চবিদ্যালয় থেকে মোহনতলা বাজারের দূরত্ব ১২৫ মিটার। এখানে সড়ক থাকলেও, বর্ষা মৌসুমে তলিয়ে যায়। ৯ বছর ধরে স্থানীয় বণিক সমিতির উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ৬ গ্রামের ৮-১০ হাজার মানুষ যাতায়াত করে।

উপজেলার কলমা ইউনিয়নের সাপান্ত, বাজুরী, চৌদন্ত, বড়হাটি ও আদমপুর ইউনিয়নের চৌদন্ত বাবুর হাটি, গাজীর হাটি গ্রামের ৮-১০ হাজার মানুষ মোহনতলা বাজার ও সাপান্ত বাজারে হেঁটে যাতায়াত করে। তাদের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। মোহনতলা উচ্চবিদ্যালয়ে কয়েক শ শিক্ষার্থী এই সাঁকো দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। মাঝেমধ্যে পানিতে পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা। ভুক্তভোগীদের দাবি ফুটব্রিজ বা উঁচু সড়ক নির্মাণের।

জানা যায়, ৮ থেকে ৯ বছর ধরে মোহনতলা বাজার বণিক সমিতি প্রতি বর্ষায় ৫০-৬০ হাজার টাকা খরচ করে ১২৫ মিটার লম্বা বাঁশের সাঁকো নির্মাণ করেন। পানি শুকিয়ে গেলে এসব বাঁশ ৮-১০ হাজার টাকায় বিক্রি করে দেন। প্রতিবছর বণিক সমিতির খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা।

এলাকাবাসীর দাবি মোহনতলা উচ্চবিদ্যালয় থেকে মোহনতলা বাজার পর্যন্ত ১২৫ মিটার উঁচু সড়ক বা স্থায়ী সাঁকো (ফুটব্রিজ) নির্মাণ হলে ভোগান্তি লাঘব হবে; না হলে প্রতিবছর আর্থিক ক্ষতির সঙ্গে নানা দুর্ঘটনার মুখোমুখি হতে হবে শিক্ষার্থী ও এলাকার বাসিন্দাদের।

স্থানীয় মনোরঞ্জন দাস (৪৭) বলেন, ‘বৃদ্ধ ও শিশুদের চলাচল করতে খুবই সমস্যা হয়। কোনো কোনো সময় শিক্ষার্থীরা বইপত্র নিয়ে পড়ে গিয়ে আহত হয়। একটু জায়গায় উঁচু সড়ক হলে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারব।’

মোহনতলা বাজার বণিক সমিতির সভাপতি কৃঞ্চধন দাস (৬০) বলেন, চলাফেরার জন্য সাঁকো তৈরি করতে ব্যবসায়ীরা প্রতিবছর টাকা দেয়। প্রশাসনের কোনো উদ্যোগ নেই, বারবার বলেও কোনো লাভ হয়নি। আমরা চাই সরকার এখানে উঁচু সড়ক বা ফুটব্রিজ নির্মাণ করুক।

কলমা ইউপি চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস বলেন, এখানে সাবমার্জেবল একটি রোড আছে। তবে বর্ষাকালে চলাচলের জন্য ফুটব্রিজ নির্মাণ হলে এলাকাবাসীর সুবিধা হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ছোট্ট শিশুটির বড় বিপদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত