Ajker Patrika

বিপাকে পাথর ব্যবসায়ীরা

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ২৪
বিপাকে পাথর ব্যবসায়ীরা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি কমে গেছে। দেশের চাহিদা অনুপাতে আমদানি না হওয়ায় বাজারে বেড়ে গেছে পাথরের দাম। এতে বিপাকে পড়েছেন বন্দরের পাথর ব্যবসায়ী ও এর সঙ্গে সংশ্লিষ্টরা।

জানা যায়, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা ১২ থেকে ১৮ সেন্টিমিটার ও ১৮ থেকে ২৪ সেন্টিমিটার সাইজের পাথর প্রতি টন বিক্রি হচ্ছে ৩ হাজার ৭১০ থেকে শুরু করে ৩ হাজার ৭৫০ টাকা। যা আগে ৩ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর হাফ ইঞ্চি সাইজের পাথর বিক্রি হয়েছে ৩ হাজার ২৫০ টাকায়, যা আগে ছিল ৩ হাজার ১০০ টাকা।

হিলি স্থলবন্দরে পাথর কিনতে আসা ফরিদ ও এনামুল হক জানান, স্থলবন্দরে এসেছিলাম পাথর কিনতে; কিন্তু আগের তুলনায় দাম বেশি, টনপ্রতি দেড় শ টাকা করে বেড়েছে। আগে বন্দর দিয়ে বেশি পরিমাণে পাথর আমদানি হওয়ায় দেখেশুনে কিনতে পারতাম। কিন্তু এখন কম আমদানি হওয়ায় পাথরের মান খুব ভালো হচ্ছে না।

পাথর আমদানিকারক আসাদুজ্জামান তুহিন জানান, করোনা পরিস্থিতি ভালো হওয়ায় কাজ আবার শুরু হয়েছে। এতে দেশের বাজারে পাথরের চাহিদা বেড়েছে। কিন্তু ভারতের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাথরের মূল্য বাড়িয়ে কম পরিমাণে রপ্তানি করছেন।

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তাপবিদ্যুৎকেন্দ্র ও মেট্রোরেলসহ সরকারের বিভিন্ন চলমান মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের জন্য হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি হয়। কিছুদিন ধরে পাথর আমদানি কম হচ্ছে এর কারণ ভারতের ভেতরে ব্যাপক পণ্যজটের সৃষ্টি হয়েছে, যার কারণে লোড-আনলোডে সমস্যা হচ্ছে। আর আমদানি কম হলে দামে তো প্রভাব পড়বেই।

হিলি স্থল শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ, পাথর, গম, ভুট্টা, খৈল ও ভুসিসহ প্রতিদিন ১৭০ থেকে ২০০ ট্রাকে বিভিন্ন পণ্য আমদানি হয়। যার মধ্যে শুধু পাথরের ট্রাক প্রবেশ করে ৬০ থেকে ৬৫টি। তবে এই সংখ্যা কিছুদিন আগে আরও বেশি ছিল, এখন কিছুটা কম।

পানামা হিলি পোর্ট জনসংযোগ কর্মকর্তা প্রতাপ মল্লিক জানান, ভারত থেকে পাথর আমদানি অব্যাহত রয়েছে, তবে বন্দরে আগের তুলনায় পাথরের গাড়ি কম প্রবেশ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত