নির্বাচনে হেরে মুক্তিযোদ্ধার ওপর হামলা, আহত ৯

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০৭: ০৫
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ৩০

নির্বাচনে হেরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন তালুকদারের ওপর হামলা চালিয়েছেন। গতকাল শুক্রবার সকালে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় দুপক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হামলায় জড়িত থাকায় মশিউর নামের একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া আহত আশিক (৪০) ও মনোয়ারের (৩০) অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আলাল উদ্দিন (৬৫), আব্দুল মান্নান (৫৫), আনার মিয়া (৪০), রিপুল (৩০), শামীম (৩০) আসাব উদ্দিন (৫০), মাহবুব আলম (৩০) মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ পদত্যাগ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে তিয়শ্রী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। ওই ইউপিতে নৌকার মনোনীত প্রার্থী হন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান। তোফায়েলের নিজ বাড়ি ধুবাওয়ালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার নৌকা প্রার্থীর পক্ষে কাজ করায় দুপক্ষে ক্ষোভের সৃষ্টি হয়। ৫ জানুয়ারি তোফায়েল আহমেদ নৌকার প্রার্থীর কাছে পরাজিত হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল সকালে মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার বাড়ি থেকে বের হলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল তাঁর লোকজন নিয়ে হামলা চালান।

এ সময় তোফায়েলের দুজন ও হেলাল উদ্দিন তালুকদারে সাতজন আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মশিউর নামের একজনকে আটক করা হয়। মদন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার বলেন, ‘আমি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নিয়েছি। আমার গ্রামের তোফায়েল বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। এই ক্ষোভে তাঁর লোকজন নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালান। হামলা থেকে আমাকে বাঁচাতে গিয়ে আমার সাতজন লোক আহত হন।’ তিনি আরও বলেন, ‘আমি তিয়শ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একজন বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে হামলার স্বীকার হয়েছি।

এ ব্যাপারে পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদ বলেন, ‘আমার লোকজনের ওপর হেলাল উদ্দিনের লোকজন হামলা করেছেন। পরে গ্রামবাসী উত্তেজিত হয়ে তাঁদের লোকজনকে মারপিট করেন।’

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। মশিউর নামের একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত