মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরের বোরো ধান কাটা শেষ পর্যায়ে। এবার হাওরে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৪০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। ২৬০ হেক্টর জমির ধান কাটা বাকি আছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, পুরো উপজেলায় এবার ১৬ হাজার ৯৯৮ হেক্টর জমিতে বোরা চাষাবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৯ হাজার মেট্রিক টন। এর মধ্যে শুধু ডিঙাপোতা হাওরে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। হাওরের ৯৬ শতাংশ জমির ধানকাটা ইতিমধ্যে শেষ হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হাওরের ৯৬ শতাংশ ধান কাটা হয়েছে। নিচু জমিতে আর কোনো ধান কাটার বাকি নেই। এখন পানি চলে এলেও কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে হাওরের পুরো ফসল কাটা শেষ হয়ে যাবে।
প্রতিবছরই হাওরের ধান কাটা নিয়েই মূলত শঙ্কা থাকে। আগাম বন্যা বা বাঁধ ভাঙার কোন অঘটন ঘটেনি। বোরো ফসল এখন শঙ্কামুক্ত। তিনি আরও বলেন, ‘মাঠ থেকে ব্যবসায়ীরা ধান সংগ্রহ করায় কৃষকেরা দাম ভালো পাচ্ছেন। দাম নিয়ে কৃষকেদের মধ্যে তেমন অসন্তোষ নেই।’
এদিকে কৃষকদের অভিযোগ বন্যায় ধানের ক্ষতি না হলেও ব্লাস্ট রোগের কারণে ধানে ছিটা হয়েছে। ফলে ধানের দাম কম পাচ্ছেন তারা।
মোহনগঞ্জ শহরের ধান ব্যবসায়ী দোস মোহাম্মদ বলেন, ভেজা ধান মাঠ থেকে ৭২০ টাকা মণ দরে কিনছেন তাঁরা। কারণ, হাওর থেকে শহর পর্যন্ত নিয়ে আসতে ক্যারিং খরচের একটা বিষয় আছে। আর শহরে কেনা হচ্ছে ৭৭০-৭৮০ টাকা মণ দরে। গত সপ্তাহে মণ প্রতি ৭০-৮০ টাকা বেশি ছিল। কয়েক দিনের বৃষ্টিতে ধানের মান খারাপ হচ্ছে, ফলে দাম কমেছে।
নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরের বোরো ধান কাটা শেষ পর্যায়ে। এবার হাওরে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৪০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। ২৬০ হেক্টর জমির ধান কাটা বাকি আছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, পুরো উপজেলায় এবার ১৬ হাজার ৯৯৮ হেক্টর জমিতে বোরা চাষাবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৯ হাজার মেট্রিক টন। এর মধ্যে শুধু ডিঙাপোতা হাওরে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। হাওরের ৯৬ শতাংশ জমির ধানকাটা ইতিমধ্যে শেষ হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হাওরের ৯৬ শতাংশ ধান কাটা হয়েছে। নিচু জমিতে আর কোনো ধান কাটার বাকি নেই। এখন পানি চলে এলেও কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে হাওরের পুরো ফসল কাটা শেষ হয়ে যাবে।
প্রতিবছরই হাওরের ধান কাটা নিয়েই মূলত শঙ্কা থাকে। আগাম বন্যা বা বাঁধ ভাঙার কোন অঘটন ঘটেনি। বোরো ফসল এখন শঙ্কামুক্ত। তিনি আরও বলেন, ‘মাঠ থেকে ব্যবসায়ীরা ধান সংগ্রহ করায় কৃষকেরা দাম ভালো পাচ্ছেন। দাম নিয়ে কৃষকেদের মধ্যে তেমন অসন্তোষ নেই।’
এদিকে কৃষকদের অভিযোগ বন্যায় ধানের ক্ষতি না হলেও ব্লাস্ট রোগের কারণে ধানে ছিটা হয়েছে। ফলে ধানের দাম কম পাচ্ছেন তারা।
মোহনগঞ্জ শহরের ধান ব্যবসায়ী দোস মোহাম্মদ বলেন, ভেজা ধান মাঠ থেকে ৭২০ টাকা মণ দরে কিনছেন তাঁরা। কারণ, হাওর থেকে শহর পর্যন্ত নিয়ে আসতে ক্যারিং খরচের একটা বিষয় আছে। আর শহরে কেনা হচ্ছে ৭৭০-৭৮০ টাকা মণ দরে। গত সপ্তাহে মণ প্রতি ৭০-৮০ টাকা বেশি ছিল। কয়েক দিনের বৃষ্টিতে ধানের মান খারাপ হচ্ছে, ফলে দাম কমেছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে